Paschim Medinipur : বেপরোয়া বাইক বাহিনীর বেধড়ক মারধরে মৃত্যু শিক্ষকের, প্রতিবাদে পথ অবরোধ আদিবাসী সংগঠনের – paschim medinipur tribal organisation road blocked for teacher lost life was beaten by some hooligans


West Bengal News : বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করে প্রাণ দিতে হয়েছে ডেবরার শ্রীরামপুরের স্থানীয় শিক্ষক লক্ষ্মী রাম টুডুকে। ঘটনার প্রতিবাদে বুধবার সকালে ১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করল আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের সদস্যরা। অন্যদিকে, ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে কড়া শাস্তির ব্যবস্থা করতে হবে ঘটনায় জড়িতদের। উল্লেখ্য, মঙ্গলবার রাতেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়েছে আক্রান্ত শিক্ষক লক্ষীরাম টুডুর। বুধবার সকালে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই ময়না তদন্ত সম্পন্ন হয় মৃতের।

Purba Medinipur : রাতের অন্ধকারে নাবালিকাকে শারীরিক নির্যাতন চালানোর অভিযোগ, কাঁথিতে গ্রেফতার ৩ যুবক
সূত্রের খবর, আক্রান্তের ছেলে রাজিব টুডু জয়সালমারে সেনা জওয়ান হিসেবে কর্মরত। চলতি মাসের ১২ তারিখ ৩১ দিনের ছুটি নিয়ে বাড়ি এসেছিল সে। পাশের গ্রামে সে যখন বিয়ে বাড়িতে গিয়েছিল, ঠিক সেই সময় ঘটে এই ঘটনা। ঘটনা ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্ত। ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনায় এলাকায়।

আন্দোলনকারীদের মধ্যে শিবরাম মুর্মু জানান, “আমরা অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। দোষীদের যেন ফাঁসির ব্যবস্থা করা হয়। সামান্য প্রতিবাদ করতে গিয়ে একটা মানুষকে মৃত্যুবরণ করতে হচ্ছে। তাহলে ভাবুন পশ্চিমবঙ্গের অবস্থা কী ? জেলা পুলিশ থাকা সত্বেও এরকম ঘটনা ঘটছে।”

Trinamool Congress : শাসকদলের ২ গোষ্ঠীর সংঘর্ষ, ধুন্ধুমার হাওড়ার বাঁকরা এলাকা
ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই অবরোধ শুরু করে ভারত জাকাত মাঝি পারগানা মহলের সদস্যরা। প্রকৃত দোষীদের গ্রেফতার এবং সাজা দেওয়ার ব্যবস্থা না করা হলে আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ডেবরার শ্রীরামপুর এলাকায় বেপরোয়া বাইক চালিয়ে আসছিল কয়েকজন যুবক।

সে সময় প্রতিবাদ করেন এলাকার জনা কয়েক ব্যক্তি। গণ্ডগোল দেখে ছুটে যান লক্ষীরাম টুডু নামেই ওই ব্যক্তি। প্রতিবাদীদের পাশে দাঁড়ানোয় লক্ষীরাম টুডুকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

Kharagpur Shootout : ফের খড়গপুরে শ্যুট আউট, ব্যাঙ্ক কর্মীকে লক্ষ্য করে চলল গুলি! আতঙ্ক রেল শহরে
এরপর গুরুতর আহত অবস্থায় তাঁকে নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থাতে মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যু হয় বছর ৫৬ লক্ষ্মীরাম টুডুর। পরিবারের অভিযোগের ভিত্তিতে অনিচ্ছাকৃত খুনের মামলার রুজু করেছে পুলিশ।

তদন্ত নেমে মঙ্গলবার রাতেই চারজনকে গ্রেফতার করেছে ডেবরা থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *