Paschim Medinipur : শিক্ষককে পিটিয়ে হত্যার জের, অভিযুক্তদের বাড়িতে ব্যাপক ভাঙচুর গ্রামবাসীদের – angry villagers destroyed bike riders house in debra due to teacher death


West Bengal News : পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় শিক্ষককে পিটিয়ে মারার ঘটনায় গ্রামবাসীদের রোষ গিয়ে পড়ল অভিযুক্তদের বাড়িতে। ঘটনার জেরে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে কয়েকজন অভিযুক্তর বাড়ি। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা ডেবরা জুড়ে। সূত্রের খবর অনুযায়ী, বুধবার দুপুরে ময়নাতদন্তের পর ডেবরার শ্রীরামপুর গ্রামে এসে পৌঁছায় লক্ষ্মীকান্ত টুডু’র দেহ।

এর পরেই পাশের গ্রাম বাকলসায় হানা দেন শ্রীরামপুরের ক্ষিপ্ত গ্রামবাসীরা। ব্যাপক ভাঙচুর করা হয় অভিযুক্ত বাইক আরোহীদের বাড়ি। এই ঘটনায় এলাকায় মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

Paschim Medinipur : বেপরোয়া বাইক বাহিনীর বেধড়ক মারধরে মৃত্যু শিক্ষকের, প্রতিবাদে পথ অবরোধ আদিবাসী সংগঠনের
গ্রামে গিয়ে ক্ষিপ্ত গ্রামবাসীদের শান্ত করার চেষ্টা চালায় পুলিশ। পুলিশের সঙ্গে তীব্র বাকবিতণ্ডা বেঁধে যায় শ্রীরামপুর গ্রামের বাসিন্দাদের। এই হত্যার ঘটনায় পুলিশ ইতিমধ্যেই ৫ জনকে গ্রেফতার করলেও তাতে সন্তুষ্ট হননি লক্ষ্মীরামের গ্রামের বাসিন্দারা। তাঁরা অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার ডেবরায় তীব্র গতিতে বেপরোয়াভাবে বাইক চালানোর প্রতিবাদ জানাতে গিয়ে বাইক চালকদের হাতে বেধড়ক মার খান পেশায় শিক্ষক লক্ষীরাম টুডু। স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় লক্ষ্মীরামকে হাসপাতালে নিয়ে যান। গোটা একটা দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পরে মঙ্গলবার সন্ধ্যেয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রতিবাদী লক্ষ্মীরাম

Purba Medinipur : রাতের অন্ধকারে নাবালিকাকে শারীরিক নির্যাতন চালানোর অভিযোগ, কাঁথিতে গ্রেফতার ৩ যুবক
সূত্র মারফত এও জানা গিয়েছে, মৃত লক্ষীরামের পুত্র ভারতীয় সেনাবাহিনীর একজন জওয়ান। তাঁর নাম রাজীব টুডু। রাজস্থানের জয়সলমীরে তাঁর পোস্টিং। তবে চলতি মাসের ১২ তারিখ ৩১ দিনের ছুটি নিয়ে বাড়ি এসেছেন তিনি।

কিন্তু সোমবার তিনি পাশের গ্রামে একটি বিয়েবাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন। সেই সময়েই তাঁর বাবার সঙ্গে এই ভয়ানক ঘটনা ঘটে যায়। এদিকে এই ঘটনার প্রতিবাদে ডেবরায় ১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের সদস্যরা।

Uttar Dinajpur News : বাড়ি ঢিল ছোড়া দূরত্বে আদিবাসী মহিলার গলাকাটা দেহ উদ্ধার, ইটাহারে রহস্য
আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে কড়া শাস্তির ব্যবস্থা করতে হবে ঘটনায় জড়িতদের। সংগঠনের এক সদস্য এই বিষয়ে বলেন, “লক্ষ্মীরামবাবু একজন প্রতিবাদী মানুষ। তাঁর মতন শিক্ষকের সঙ্গে যদি এরকম করা হয়, তাহলে আর পাঁচজন সাধারন মানুষ কি কখনও কোনও ঘটনার প্রতিবাদে এগিয়ে আসবেন? তাই ওই বাইক চালকদের সারা জীবনের মতন শিক্ষা দিয়ে কড়া শাস্তি দিতে হবে।”

এই ঘটনায় ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্ত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *