Pradhan Mantri Awas Yojana : কড়ি ফেলেও মেলেনি বাড়ি! মালদায় রাজ্য সড়ক অবরোধ গ্রামবাসীদের – malda villagers blocked road for not getting pm awas yojana scheme after giving money


West Bengal News: রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana) নিয়ে ব্যাপক দুর্নীতি ও বেনিয়মের ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে। আবাস যোজনা বাড়ি নিয়ে মালদায় পঞ্চায়েক প্রধান ও তাঁর দলবলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের দাবি, আবাসের ঘর পাইয়ে দেওয়ার জন্য কারও থেকে ১০, আবার কারও থেকে ১১ হাজার টাকা করে নিয়েছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান ও তাঁর অনুগামীরা।

তৃণমূল পরিচালিত রতুয়া ২ ব্লকের পরাণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। অনেক গ্রামবাসীর অভিযোগ, টাকা দিয়েও তাঁরা ঘর পাননি। টাকা দিয়েও ঘর না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। বুধবার সকালে মালদা রতুয়া রাজ্য সড়কের মির্জাতপুর এলাকায় পথ অবরোধ করেন গ্রামবাসীরা। দীর্ঘক্ষণ বন্ধ থাকে যান চলাচল। প্রায় ঘণ্টাখানের পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। অবরোধ উঠে যাওয়ার পর স্বাভাবিক হয় যান চলাচল।

TMC Latest News : কেন্দ্র টাকা আটকানোয় বিধানসভায় সরব তৃণমূল
গ্রামবাসীদের অভিযোগ, ঘর পাইয়ে দেওয়ার নামে যাঁদের থেকে টাকা নেওয়া হয়েছে শুধু তাঁদের ঘর আসেনি, বাকিদের ঘর এসেছে। সেই থেকে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁদের দাবি দ্রুত টাকা ফেরত দিতে হবে।

বিক্ষোভ প্রসঙ্গে মতি বিবি নামে এক মহিলা বলেন, “তৃণমূলের পঞ্চায়েত সদস্য আমার থেকে ১০ হাজার টাকা নিয়েছে। বলেছিল টাকা দিলে আবাস যোজনার তালিকায় আমার নাম ঢুকে যাবে। কিন্তু আমার নাম তালিকায় নেই, আমরা টাকা ফেরত চাই। সেই কারণেই এখানে অবরোধ করছি।”

Udayan Guha: ‘ছবির নীচে সততার প্রতীক লিখতে পারছেন না মমতা, তার জন্য আমরা দায়ী!’ বিস্ফোরক রাজ্যের মন্ত্রী
স্থানীয় বাসিন্দা বলেন, জালাল খান বলেন, “তৃণমূলের লোকেরা প্রধানের নাম করে আমার থেকে ১০ হাজার টাকা নিয়েছে। আমি সুদে টাকা ধার করে এনেট টাকা দিয়েছি। দিনের পর দিন আমাদের ঘোরাচ্ছে, কিন্তু কোনও তালিকা দেখাতে পারছে না। আমাদের বাড়ি না দিতে পারলে যে টাকা নেওয়া হয়েছে তা ফিরিয়ে দেওয়া হোক।”

PM Awas Yojana : আবাসে দুর্নীতি হয়নি, কেন্দ্রকে চিঠি রাজ্যের
আরও এক বাসিন্দা শেখ মালিক বলেন, “পঞ্চায়েত প্রধানের এক সঙ্গী বাড়ি দেওয়ার নাম করে আমার থেকে টাকা নিয়েছে। বলেছিল যে এক বছরের মধ্যে বাড়ির টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। এখনও টাকা ঢোকেনি, তালিকাতেও আমাদের নামে। বাড়ি পাওয়ার কোনও সম্ভাবনাই নেই। আমি সাড়ে ১১ হাজার টাকা দিয়েছি, ওটা ফেরত চাই।” যদিও এই প্রসঙ্গে তৃণমূলর পরিচালিত পঞ্চায়েত প্রধানের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *