Purba Medinipur Accident : লরির সঙ্গে ভ্যানের সংঘর্ষ জখম কিশোর, রাস্তা থেকে কাটা হাত তুলেই হাসপাতালে ছুটল পুলিশ – minor lost his hand in a fatal road accident purba medinipore tamluk area


West Bengal Local News: ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী রইল পূর্ব মেদিনীপুর। ট্রাকের সঙ্গে মেশিন চালিত ভ্যানের মুখোমুখি ধাক্কায় মারাত্মক পরিণতি হয় ভ্যান চালকের। তাঁর হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এখানে তৎপরতা দেখান তমলুক থানার পুলিশ আধিকারিকরা। দুর্ঘটনার পর রাস্তার উপর পড়ে ছিল চালকের কাটা হাত। ভ্যানচালকের কাটা হাত নিয়ে হাসাপাতালের দিকে ছোটেন পুলিশকর্মীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তমলুকের বিষ্ণুবাড় এলাকায় ছয় চাকার ট্রাকের সঙ্গে একটি ইট বোঝাই মেশিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর আহত হন ওই ভ্যানচালক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে তমলুক গর্ভমেন্ট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। কাটা হাতটিও কাপড়ে জড়িয়ে হাসপাতালে নিয়ে যান পুলিশকর্মীরা। জানা গিয়েছে, দুর্ঘটনায় আহত ভ্যানচালকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। চিকিৎসার জন্য তাঁকে কলকাতায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

Purba Medinipur News : জাতীয় সড়কে উলটে গেল ভোজ্যতেল বোঝাই ট্রাক, তেল কুড়োতে হুড়োহুড়ি
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা বারোটা নাগাদ তমলুক পাঁশকুড়া রাজ্য সড়কের উপর ওই ইট বোঝাই ভ্যান ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের কারণে নাবালক ভ্যানচালকের হাত সব থেকে বেশি আঘাতপ্রাপ্ত হয়। দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় হাত।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন, তমলুক থানার পুলিশকে খবর দেওয়া হয়। ওই কিশোর যাতে কোনওভাবেই প্রতিবন্ধী না হয়ে যায়, তার জন্য সবধরনের চেষ্টা করেন পুলিশকর্মীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরের বাড়ি তমলুকের কলাকুণ্ডা গ্রামে।

Bardhaman Bus Accident : জাতীয় সড়কে ডাম্পারে ধাক্কা বাসের, আহত ১২যাত্রী
তবে এক নাবালক ভ্যানচালক কীভাবে ইটবোঝাই ভ্যান নিয়ে জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, উলটো দিক থেকে ধেয়ে আসা ট্রাকের বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

Road Accident : উৎসবের দিনে গতির বলি তরতাজা প্রাণ, হাওড়ায় ৩ টি পৃথক বাইক দুর্ঘটনায় মৃত্যু ৬ জনের
এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা অরুণ মাজি বলেন, “জাতীয় সড়কের উপর ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। ইটবোঝাই মোটর ভ্যানটি পাঁশকুড়া রাজ্য সড়কের উপর দিয়ে যাচ্ছিল। উলটো দিক থেকে একটি লরি আসছিল। লরির সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষে মারাত্মক জখম হয় ওই ছেলেটা। তাঁর হাত কেটে রাস্তা পড়ে যায়। পুলিশ এসে তাঁর হাতটি রাস্তা থেকে তুলে হাসপাতালে নিয়ে গিয়েছে বলে শুনেছি। ওই কিশোর সুস্থ হয়ে উঠুক, এটাই চাই।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *