Recruitment Scam : CBI-র তলব, নিজাম প্যালেসে হাজির ‘কালীঘাটের কাকু’ – kalighater kaku sujay krishna bhadra appears to cbi on recruitment scam case


West Bengal News: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত বেসরকারি বি.এড ও ডি.এলএড কলেজ সংগঠনের সভাপতি তাপস মণ্ডলের মুখে প্রথম শোনা গিয়েছিল ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রের নাম। এমনকী গোপাল দলপতির মুখেও তাঁর নাম শোনা গিয়েছিল। নিয়োগ দুর্নীতি মামলায় এবার সুজয়কৃষ্ণকে নিজাম প্যালেসে তলব করে সিবিআই। বুধবার আইনজীবীদের সঙ্গে নিয়ে নিজাম প্যালেসের সিবিআই দফতরে পৌঁছন সুজয়। নিজাম প্যালেসের ১৫ তলায় সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার অফিসে এই মুহূর্তে তিনি রয়েছেন।

জানা গিয়েছে মঙ্গলবার সন্ধেবেলা সিবিআই তাঁকে তলব করে হাতে লেখা একটি নোটিশ দিয়ে যায়। বুধবার সকাল ১১টার সময় সুজয়কে নিজাম প্যালেসে তলব করা হয়েছিল বলে জানা গিয়েছে। সেই মতো তিনি এদিন সেখানে এসে পৌঁছেছেন। নিজাম প্যালেসে ঢোকার মুখে সুজয়কৃষ্ণ বলেন, “কেন আমাকে এখানে ডাকা হল আমি জানি না। আমাকে কোনও যথাযথ নোটিশ দেওয়া হয়নি, কাগজে লিখে দিয়ে যাওয়া হয়েছিল। সেটা নিয়েই আমি এখানে হাজির হয়েছি।”

Coal Smuggling Case : কয়লা পাচারে প্রোটেকশন মানি! সিউড়ি থানার ওসিকে তলব CBI-র
তিনি আরও বলেন, “আমরা এই সব বুঝি না। আমার স্ত্রী অসুস্থ তাঁকে রেখেই এখানে এসেছি, তারপরও বলবে সহযোগিতা করছি না।” হঠাৎ করে নিজাম প্যালেস সুজয়ের হাজিরা নিয়ে শোরগোল শুরু হয়েছে। তাপস মণ্ডলের মুখে তাঁর নাম উঠে এসেছিল। সিবিআই সূত্রে খবর, এদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।

সিবিআই সূত্রে দাবি করা হয়েছে, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে একাধিকবার কালীঘাটের কাকুর নাম উঠে এসেছে। কখনও গোপাল দলপতি বা তাপস মণ্ডল, কখনও খোদ কুন্তলের মুখে উঠে এসে সুজয়ের নাম। এমনকী গোপাল জানিয়েছেন, ‘কালীঘাটের কাকু’-কে পৌঁছে দিতে হবে বলে টাকা দাবি করতেন কুন্তল। সেই কারণে তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, তাঁর কাছে নিয়োগ দুর্নীতি মামলার অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে। সেই কারণে তাঁর বয়ান রেকর্ড করা হতে পারে।

Primary TET Scam : সিবিআই চাইলে রাজসাক্ষীতে রাজি তাপস ও নীলাদ্রি, কেন হতে যাব? পালটা কুন্তল
যদিও তাঁর নামে সামনে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন, “আমি নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত নই। যুক্ত থাকলে পরিবারের লোককে চাকরি দিতে পারতাম। আমি শুধুমাত্র একটি দফতরে চাকরি করি। কোনও আর্থিক লেনদেনের সঙ্গে আমি জড়িত নই। আমার বস অবধি কেউ পৌঁছতে পারবে না।” উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের স্ত্রী জয়শ্রী ঘোষকে তলব করেছে ইডি। তিনি কবে হাজির হন, সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *