Siliguri News : আধার কার্ড তৈরির নামে প্রেমিককে নিয়ে বেপাত্তা? নিখোঁজ বধূকে ঘিরে ঘনাচ্ছে রহস্য – siliguri missing housewife police started investigation


এই সময়, শিলিগুড়ি: বিবাহ বহির্ভূত সম্পর্কের ফাঁদে পা দিয়ে বিপাকে শিলিগুড়ির শিবমন্দির এলাকার এক গৃহবধূ। গত ২ ফেব্রুয়ারি আধার কার্ড তৈরির নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান এক বধূ। তার পর থেকে আর কোনও হদিশ নেই। বাড়িতে স্বামী ছাড়াও দুই সন্তান রয়েছে তাঁর।

Asansol News : পরিবারে গুরুত্বই নেই, তাই অপহরণের নাটক
সম্প্রতি পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের করে জানানো হয়, ফোন করে ওই গৃহবধূ পরিবারের লোকেদের তাঁকে দ্রুত উদ্ধার করার জন্য আর্জি জানিয়েছেন। তাঁকে বিক্রি করে দেওয়া হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। যে নম্বর থেকে বাড়িতে তিনি ফোন করেছিলেন, সেটি যাচাই করে পুলিশ জানতে পারে ওই বধূ উত্তরাখন্ডে রয়েছেন।

West Bengal Latest News: ছেলের সংসার বাঁচাতে বউমার প্রেমিকের বাড়িতে যৌথ অভিযান ২ পরিবারের, গ্রেফতার ১৯
পরিবারের অভিযোগ, পুলিশকে সমস্ত তথ্য দেওয়ার পরেও মাটিগাড়া থানা কোনও পদক্ষেপ করছে না। যদিও মাটিগাড়া থানার দাবি, পুলিশের একটি দল উত্তরাখন্ডে রওনা হওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছে। ওই বধূ সোশ্যাল মিডিয়ায় উত্তরাখন্ডের এক যুবকের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিলেন বলেও জানতে পারে পুলিশ।

Hooghly News : থানার সামনে আইনজীবীকে জুতোপেটা দুই মহিলার! তুলকালাম চুঁচুড়ায়
তাঁর বাবা বলেন, ‘মেয়ে ফোন করে উদ্ধারের কথা বললেও কোথায় আছে সেটা বলতে পারেনি। তার আগেই ফোন কেটে যায়।’ বধূর স্বামী বলেন, ‘বাড়িতে কোনও সমস্যা ছিল না। দুই সন্তান নিয়ে আমরা ভালই ছিলাম। আমি চাই স্ত্রীকে দ্রুত বাড়িতে ফেরানো হোক।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *