Arpita Mukherjee : আদালতে খুনসুটি, পার্থর সঙ্গে মাখোমাখো প্রেম নিয়ে মুখ খুললেন অর্পিতার মা – arpita mukherjee mother comments on the facts that she reacts looking at partha chatterjee in a virtual hearing


সৌমেন রায়চৌধুরী, তুহিনা মণ্ডল| এই সময় ডিজিটাল এক্সক্লুসিভ
“চোখে চোখে এত কথা?” ভার্চুয়াল শুনানি চলাকালীন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের মধ্যে ‘ইশারা’ নিয়ে বিস্তর আলোচনা চলেছে। হাত দিয়ে হৃদয় চিহ্ন আঁকা, হাসি বিনিময়- এই শব্দগুলির সঙ্গে জুড়ে যাচ্ছে ‘অপা’-র নাম। নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া পার্থ-অর্পিতার এই ইশারা বিনিময় উঠে এসেছে সংবাদ মাধ্যমে। আর তা নজরে পড়েছে অর্পিতার মা মিনতি মুখোপাধ্যায়।

অর্পিতার মা শারীরিকভাবে অসুস্থ। আদালতেও একথা জানিয়েছিলেন স্বয়ং অর্পিতা। তাঁর দেখভাল করতেন অভিনেত্রী নিজেই। কিন্তু, মেয়ে আপাতত জেলবন্দি। ফলে তিনি নিজেই ব্যাঙ্কের কাজ থেকে শরীরের খেয়াল রাখছেন। বৃহস্পতিবার তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছিল এই সময় ডিজিটাল। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে অল্প বিরক্তি প্রকাশ করেন মিনতিদেবী।

Partha Arpita News : ‘পার্থ-অর্পিতার সঙ্গে আমাদের ভালোবাসার তুলনা ভুল হবে’, খুনসুটি নিয়ে ফোঁস বৈশাখীর
পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় সম্পর্কে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি তিনি। তবে বিষয়টি যে সংবাদ মাধ্যম মারফত তাঁর নজরে এসেছে, তা জানিয়েছেন তিনি। মেয়ে দীর্ঘদিন সংশোধনাগারে রয়েছেন। কে খেয়াল রাখছে তাঁর? এখন কেমন আছেন তিনি? মিনতিদেবী বলেন, “আমি বারো মাস ওষুধ খাই। আমার শরীর ভালো নেই। আদালতে মামলা চলছে। যা হওয়ার সেখানে হবে। আমার আর এসব ভালো লাগছে না। আমি কোনও মন্তব্য করতে চাই না। আমার আইনজীবীদের সঙ্গে কথা হচ্ছে।”

Partha Arpita : ‘বয়স হলেই বাড়ে কেবল…’, অপা-র মাখামাখি প্রেমের ময়নাতদন্তে ‘ডক্টর লাভ’ মদন
শারীরিক অসুস্থতার জন্য খুব একটা বাইরে বার হন না এই প্রবীণা। মাঝে মধ্যে ব্যাঙ্কের কাজে তিনি বাইরে বার হন। মেয়ে এবং পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে কোনও শব্দ খরচ করতে নারাজ তিনি। আপতত প্রতিবেশীরাই আপদে বিপদে তাঁকে দেখছেন, জানান মিনতিদেবী। উল্লেখযোগ্যভাবে, অতীতে অর্পিতার প্রতিবেশীরা দাবি করেছিলেন, তাঁরা পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে মামা-ভাগ্নি হিসেবেই জানতেন। তবে একসঙ্গে পাড়ায় কখনও তাঁদের দেখা যায়নি, স্পষ্ট জানিয়েছেন প্রতিবেশীরা।

Partha Arpita : আধো হাসি, ফ্রেঞ্চকাটের প্রশংসা, ঠোঁটের ইশারায় কথা পার্থ-অর্পিতার
অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় রীতিমতো অবার হয়েছিলেন তাঁর পরিচিতরা। প্রতিবেশীদের দাবি ছিল, “অর্পিতার পরিবার বরাবর এলাকায় বনেদি বাড়ি হিসেবেই পরিচিত ছিল। অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন অর্পিতা। পুজোর সময় তিনি মাঝে মধ্যে আসতেন। অসুস্থ মায়ের দেখাশোনাও করতেন মাঝের মধ্যে এসে। কিন্তু, নিয়োগ দুর্নীতির সঙ্গে তিনি জড়িত থাকতে পারেন, তা ধারণারও বাইরে।”

Partha-Arpita Love Story : ‘…গজব কাহানি’ থেকে ‘নন ইস্যু’! অপা-র রঙিন খুনসুটি নিয়ে সাদা-কালোয় শাসক-বিরোধী
তবে সম্প্রতি ভার্চুয়াল শুনানিতে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের একে অপরের প্রতি ইশারা করা নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি তাঁরা। অর্পিতার এক প্রতিবেশীর কথায়, “পুরো বিষয়টিই শুধু সংবাদ মাধ্যমে দেখা। নিজের চোখে না দেখে কোনও বিষয় নিয়ে মন্তব্য করব না।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *