DA Protest News : ‘DA-ধর্মঘট’-এ স্কুল খোলা রাখা ‘হুমকি’ তৃণমূল নেতাদের! নিরাপত্তা চেয়ে প্রশাসনের দ্বারস্থ প্রধান শিক্ষক – primary school teacher taking legal steps for getting threats on a strike issue


West Bengal News : মহার্ঘ্য ভাতার দাবিতে ধর্মঘটের দিন স্কুল না খোলা হলে ‘খেলা হবে’। হুমকি দেওয়া হয়েছিল প্রধান শিক্ষককে। এমনকি ধর্মঘটের দিন স্কুলে অধিকাংশ ছাত্র-ছাত্রী না আসায় বাইক বাহিনী নিয়ে এসে ভীতি প্রদর্শন করা হয়। ধর্মঘটের পাঁচ দিন কেটে গেলেও এখনও আতঙ্কের মধ্যে রয়েছে প্রধান শিক্ষক।

ঘটনা হাওড়া জেলার নিবড়া প্রিয়ময়ী প্রাথমিক স্কুলে। অভিযোগ, ওই অঞ্চলের তৃণমূলের শিক্ষা সেলের সদস্য তথা প্রাথমিক শিক্ষকের দিকে। অবশেষে প্রশাসনের দ্বারস্থ স্কুলের প্রধান শিক্ষক কমলেশ ঘোষ।

DA Protest Latest News : DA-র দাবিতে ধর্মঘটে সামিল হওয়ার জের, জেলায় জেলায় স্কুলে ঢুকতে বাধা শিক্ষকদের
জানা গিয়েছে, নিবড়া প্রিয়ময়ী প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের নাম করে তৃণমূলের জেলার শিক্ষা শেলের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছিল হুমকি। উল্লেখ্য, গত ১০ মার্চ যৌথ সংগ্রামী মঞ্চের ডাকা DA সহ বিভিন্ন দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। আর ধর্মঘটের দিন স্কুল না চালু থাকলে খেলা হবে।

নিবড়া প্রিয়ময়ী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক কমলেশ ঘোষের নাম উল্লেখ করে জেলা তৃণমূলের শিক্ষা সেলের হোয়াটস আপ গ্রূপে এরকমই লিখেছিলেন ধ্রুবজ্যোতি সেন নামে এক প্রাথমিক শিক্ষক। যিনি শিক্ষা শেলের একজন সক্রিয় সদস্য। কমলেশ ঘোষ জানান, ধর্মঘটের আগের দিন তাঁর বিরুদ্ধে এরকম বার্তা জানতে পেরে তিনি বুঝতে পারেন কিছু একটা অঘটন ঘটবে।

ধর্মঘটের দিন তিনি এবং অন্যান্য শিক্ষকরা স্কুলে আসেন। যদিও ছাত্র-ছাত্রীরা আসেনি আগে থেকে ধর্মঘটের কথা জানতে পেরে। সেদিন দুপুরে ধ্রুবজ্যোতি সেনের নেতৃত্বে বাইক বাহিনী স্কুলে এসে তাঁকে হুমকি দেয় বলেও অভিযোগ।

DA News West Bengal : বকেয়া DA মেটানোর দাবিতে ধর্মঘটে সামিল শিক্ষকরা, শোকজ-স্কুলে ঢুকতে বাধা
এরপরেও হামলার আশঙ্কা করছেন ওই প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক বিষয়টি SIS, স্থানীয় BDO-কে জানাবেন বলে সিদ্ধান্ত নেন। ঘটনার কথা তিনি তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও কোনও সুরাহা হয়নি বলে দাবি তাঁর।

কমলেশ বাবু জানান, এরপর থেকে তিনি আশঙ্কা করছেন যে তার ওপর হামলা হতে পারে। নিরাপত্তা চেয়ে কমলেশ বাবু ও অন্য শিক্ষকরা প্রশাসনের কাছে লিখিতভাবে জানিয়েছেন। একইসঙ্গে ঘটনার সুবিচার দাবি করেছেন।

যার বিরুদ্ধে অভিযোগ সেই ধ্রুবজ্যোতি সেন ঘটনার কথা কার্যত স্বীকার করে জানান, শিক্ষকদের ‘উজ্জীবিত’ করতে এধরনের বার্তা তিনি দিয়েছিলেন। কারণ ওই স্কুলের প্রধান শিক্ষক ধর্মঘটের দিন স্কুল ছুটি ঘোষণা করেছিলেন আগেই। এমনকি মিড ডে মিলের কোনও ব্যবস্থা করেননি ছাত্র ছাত্রীদের জন্য।

DA Protest Latest News : বাইরে ধর্মঘটে সামিল ৩৩ শিক্ষক, ১০ পড়ুয়াকে নিয়েই ২ শিক্ষকের ক্লাস চলল খড়গপুরের স্কুলে
সেরকম তথ্য প্রমাণ আছে তাদের কাছে। বিষয়টি নিয়ে ডোমজুরের BDO গার্গী দাস জানান, তিনি এখনও কোনও লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *