Fake Call Centre In Siliguri : শিলিগুড়ির IT পার্কে ভুয়ো কল সেন্টারের হদিশ, গ্রেফতার ২০ – fake call centre found in siliguri and arrest 20 person


West Bengal News : শহরের বুকে ফের অবৈধ কল সেন্টারের হদিশ মিলল। কল সেন্টার থেকে বিদেশে ফোন করে প্রতারিত করা হচ্ছিল সেখানকার নাগরিকদের। কিন্তু সেই ভুয়ো কল সেন্টারের হদিস পাওয়ার পর চমকে উঠেছেন পুলিশ কর্তারা। দেখা যায় শিলিগুড়ির IT পার্কে এই ভুয়ো কল সেন্টারটি বহুদিন ধরে চলছিল। কীভাবে IT পার্কে অবৈধ কল সেন্টার এতদিন ধরে চলছিল তা নিয়ে উঠছে প্রশ্ন।

বুধবার রাতে মাটিগাড়ার পরিবহন নগরে IT পার্কে থাকা একটি অবৈধ কল সেন্টারে হানা দেয় মাটিগাড়া থানা, ডিটেক্টিভ ডিপার্টমেন্ট, সাইবার ক্রাইম থানা ও পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের যৌথ দল। অফিসটি থেকে প্রচুর কম্পিউটার, মোবাইল বাজেয়াপ্ত করা হয়। রাতে সেখানে কল সেন্টারটি চালানো হত। মোট ২০ জনকে গ্রেফতার করা হয়।

Fake Call Centre : ফের ভুয়ো কল সেন্টারের হদিশ বিধাননগরে, গ্রেফতার ২১ জন তরুণ-তরুণী
ধৃতদের মধ্যে বেশ কয়েকজন মহিলাও রয়েছে। বৃহস্পতিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলে পুলিশ। এদিকে অবৈধ কল সেন্টারটির ম্যানেজারকে গ্রেফতার করেছে মাটিগাড়া থানার পুলিশ।

সাইবার ক্রাইম থানার তরফেও তদন্তে নামা হয়েছে। জানা গিয়েছে, বহুদিন ধরেই IT পার্কটিতে অবৈধ কলসেন্টারটি চলছিল। প্রচুর যুবক যুবতীদের সেখানে কাজে নেওয়া হয়েছিল।

মূল কাজই ছিল বিদেশে ফোন করে সেখানকার নাগরিকদের নানা ভাবে ঠকিয়ে টাকা আদায় করা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গায় বিশেষ করে কলকাতা, সল্টলেক, শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুর এইরকম শহর গুলিতে কল সেন্টারের অনেক অফিস রয়েছে। এর মধ্যে ভুয়ো অফিসগুলিতে নানান আর্থিক প্রলোভন দেখিয়ে তরুন তরুণীদের কাজে ঢোকানো হয়। নিয়ে তারপর চলতে থাকে প্রতারণা।

Bidhannagar Police : সরকারি সাইটে নাম ভাঁড়িয়ে ভুয়ো ই চালান তৈরি, চক্রের পর্দাফাঁস বিধাননগর পুলিশের
বিশেষ করে বিদেশী নাগরিকদের টার্গেট করা হয়, কারন তাতে পুলিশে অভিযোগ দায়েরের সম্ভাবনা কম থাকে। কয়েক মাস আগে IT পার্কে আরেকটি অবৈধ কল সেন্টারে হানা দিয়েছিলেন CID কর্তারা। সেই সময় কল সেন্টারটি থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়।

কম্পিউটারগুলিও বাজেয়াপ্ত করা হয়। গত কয়েক বছর ধরেই শিলিগুড়িতে এমন অবৈধ কল সেন্টারগুলি চলছে। নানাভাবে প্রতারণার সঙ্গে যুক্ত এই কল সেন্টারগুলি। কখনও বন্ধুত্ব আবার কখনও নানান কথা বলে টাকা আদায় করে থাকে।

Life Insurance Corporation : LIC-তে ভুয়ো ডেথ সার্টিফিকেট দেখিয়ে ২ কোটি হাতানোর চেষ্টা, ধৃত ৩
এসব কাজের জন্য বিজ্ঞাপন দিয়ে যুবক যুবতীদের কাজে নেওয়া হয়। এরমধ্যে মাটিগাড়া থানা এলাকায় রাতে বেশ কিছু অবৈধ কলসেন্টার চলে। যেগুলি থেকে বিদেশে প্রতারণা চক্র চালানো হয়। আরও কোথাও এমন অবৈধ কল সেন্টার রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *