Higher Secondary Examination : টিউশন পড়তে গিয়ে নিখোঁজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, দুশ্চিন্তায় পরিবার – higher secondary examination student missing while going for tuition in hooghly


West Bengal News : রাজ্যে শুরু হয়ে গিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Examination 2023)। আর তার মাঝেই এক পরীক্ষার্থীকে ঘিরে চাঞ্চল্যকর খবর পাওয়া গেল হুগলি জেলা থেকে। টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ হয়ে গেল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। ওই পরীক্ষার্থীর নাম অনিতা কুমারী পাশোয়ান। পরিবার সূত্রে খবর, প্রথম পরীক্ষা সে ভালোভাবেই দিয়েছিল। গতকাল বুধবার পরীক্ষা না থাকায় গৃহশিক্ষকের কাছে পড়তে গিয়েছিল হিন্দমোটর যতীন্দ্রমোহন সরণীর বাসিন্দা অনিতা কুমারী পাশোয়ান।

Higher Secondary Exam 2023 : পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনা, মাথায় আঘাত নিয়েই হাসপাতালে উচ্চ মাধ্যমিক সন্দীপের
ছাত্রীর বাবা গৃহশিক্ষকের কাছে গিয়ে জানতে পারেন তাঁর মেয়ে নাকি এদিন সেখানে পড়তেই যায়নি। জানা গিয়েছে, ভদ্রকালি সারদামনি গার্লস স্কুলের ছাত্রী অনিতা কুমারী পাশোয়ান। এই বিষয়ে ছাত্রীর বাবা পবন পাশওয়ান বলেন, “সকাল সাড়ে দশটায় পড়তে যায় আমার মেয়ে। দুপুর আড়াইটে নাগাদ মেয়ের সঙ্গে কথা হয় মোবাইলে। বলে একটু পরেই বাড়ি ফিরবে।

Higher Secondary Exam 2023 : পরীক্ষা দিতে যাওয়ার পথে বাইক দুর্ঘটনা, আহত ৪ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী
তার কিছুক্ষন পরে মোবাইলটি বন্ধ হয়ে যায়। গৃহশিক্ষকের কাছে পড়তেও যায়নি, সেখানে গিয়ে জানতে পারলাম”। চারিদিকে খোঁজ খবর করার পর উত্তরপাড়া থানায় নিখোঁজের অভিযোগ জানানো হয়। ওই পরীক্ষার্থীর বাবা আরও বলেন, “মেয়ে পথঘাট খুব একটা চেনে না। আমি ওকে দিয়ে আসতাম পড়তে বা স্কুলে। কোথায় গেল বুঝতে পারছি না”।

Higher Secondary Exam 2023 : পরীক্ষা দিতে বেরিয়ে নিখোঁজ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, উৎকণ্ঠায় পরিবার
পুলিশ সূত্রে খবর, নিখোঁজ মেয়েটিকে খুঁজে বের করতে একটি দল গঠন করা হয়েছে। সমস্ত দিক খুঁটিয়ে দেখা হচ্ছে। বাড়ির লোকদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি যে গৃহশিক্ষকের কাছে অনিতা পড়তে গিয়েছিল, তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্র মারফত জানা গিয়েছে, সন্দেহের তালিকা থেকে বাদ রাখা হচ্ছে না কাউকেই।

Higher Secondary Examination 2023 : পুলিশ কাকুই ভরসা! ৩ পরীক্ষার্থীকে সঠিক সেন্টারে পৌঁছে দিলেন OC
মেয়েটির সঙ্গে কোনও ছেলের সম্পর্ক আছে কিনা, সেই বিষয়ে পরিবারের তরফে অস্বীকার করা হলেও, সেই দিকটিও খতিয়ে দেখছে পুলিশ। কথা বলা হবে মেয়েটির বন্ধু বান্ধবদের সঙ্গেও। সেখান থেকে কোনও গোপন তথ্য বেরিয়ে আসতে পারে বলে মনে করা হচ্ছে পুলিশের তরফে। এলাকার CCTV গুলি স্ক্যান করেও তথ্য সংগ্রহের কাজ চলছে।

HS Exam 2023: উচ্চমাধ্যমিকের আগেই অঘটন, রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ছাত্রীর
এদিকে মেয়েটির পরিবারের তরফে দাবি করা হয়েছে, অনিতা নিজের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে যথেষ্ট মনযোগী ছিল। সে নিজে থেকে এভাবে কোথাও চলে যেতে পারে না। অনিতা নিশ্চয়ই কোনও বিপদে পড়েছে, এই দাবি জানিয়ে পুলিশ প্রশাসনের কাছে নিজের মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তার বাবা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *