Higher Secondary Examination 2023 : প্রতিবন্ধকতাকে সরিয়ে প্রতিষ্ঠিত হওয়াই লক্ষ্য, এবারের উচ্চ মাধ্যমিকে মাঙ্গলী – higher secondary examination hooghly deaf and dumb girl giving exam


Hooghly News : কথায় আছে ‘মন ভালো থাকলে শারীরিক সমস্যা কোনও ব্যাপার না’। তবে হুগলি জেলার দাদপুরের মাঙ্গলী হাঁসদার ক্ষেত্রে শুধু শারীরিক সমস্যা নেই, রীতিমতো প্রতিবন্ধকতা রয়েছে, এবং তা অনেক। আর সেসব দূরে সরিয়ে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চায় দিনমজুরের মেয়ে মাঙ্গলী। এই ক্ষেত্রে মেয়ের পাশে দাঁড়াচ্ছেন তার দরিদ্র বাবা মা। আর পাঁচটা সাধারণ ছেলে মেয়ের থেকে যদিও আলাদা মাঙ্গলী হাঁসদা। তার বাড়ি দাদপুরের পুইনান গ্রামে। জন্ম থেকেই মূক ও বধির মাঙ্গলী এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে পুইনান হাই স্কুল থেকে।

Higher Secondary Exam 2023 : পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনা, মাথায় আঘাত নিয়েই হাসপাতালে উচ্চ মাধ্যমিক সন্দীপের
তার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র পড়েছে আলিনগর ইয়াসিন মন্ডল হাই স্কুলে। সেখানেই এবার পরীক্ষা দিচ্ছে এই ছাত্রী। পুইনান স্কুলে ব্রেল (Braille) পদ্ধতির মাধ্যমে পড়াশোনা শিখেছে সে। তবে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেছে সাধারণ পরীক্ষার্থী হয়ে। তবে তাঁকে পরীক্ষা দিতে ইন্টারপ্রিটার বা দোভাষীর সাহায্য নিতে হচ্ছে। উদয় দত্ত নামে এক ব্যক্তি দোভাষীর কাজ করছেন।

Higher Secondary Exam 2023 : ভুল করে নিজের স্কুলেই চলে গেল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, তারপর…
পরীক্ষার্থী মাঙ্গলীর বাবা শুক্লা হাঁসদা বলেন, “আমার মেয়ে জন্ম থেকেই কানেও শুনতে পায় না, কথাও বলতে পারে না। কিভাবে পড়াশোনা এগিয়ে নিয়ে যাবে তা ভেবে উঠতে পারছিলাম না। তবে মেয়ের জেদ রয়েছে পড়াশোনা শেখার, নিজের পায়ে দাঁড়ানোর। লড়াই কঠিন, তবুও আমরা সাধ্যমত সবরকম সাহায্য করছি। মেয়ে যতদূর পড়াশোনা করতে চায় করুক, আমরা পাশে আছি”।

Higher Secondary Examination : টিউশন পড়তে গিয়ে নিখোঁজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, দুশ্চিন্তায় পরিবার
দোভাষী উদয় দত্ত বলেন, “আমি গ্রাহাম বেল সেন্ট্রাল ফর দা ডেফ থেকে এসেছি। বোর্ড থেকে আমাকে অনুমতি দেওয়া হয়েছে। যে প্রশ্নপত্র দেওয়া হচ্ছে পরীক্ষায় সব শব্দ ওর পক্ষে বোঝা সম্ভব নয়। তাই আমি ওকে ইশারার মাধ্যমে প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি। লিখতে ওর কোনও সমস্যা নেই। সমস্যা, মুখে কিছু বলতে পারে না কানে শুনতেও পারে না। উচ্চ মাধ্যমিকের ৬ টা পরীক্ষাতেই আমি তাকে সাহায্য করব”।

Higher Secondary 2023: উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু 14 মার্চ, ফল ঘোষণা কবে? জানাল সংসদ
পুইনান স্কুলের প্রধান শিক্ষক সুদীপ কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, “কাউন্সিলের নিয়ম অনুযায়ী গোটা ব্যবস্থা করা হয়েছে। ছাত্রী ভালোই পরীক্ষা দিচ্ছে। ওর স্কুলে পরতেও অসুবিধা হত না”। প্রধান শিক্ষকের মতে, সমাজের কাছে এক আলাদাই দৃষ্টান্ত স্থাপন করে চলেছে মাঙ্গলী। তিনি বলেন, “প্রচুর মানুষ আছেন, যারা অল্পেতেই হাল ছেড়ে দেন। সেসব মানুষদের কাছে মাঙ্গলী একজন জলজ্যান্ত উদাহরণ”। সত্যিই কোনও প্রতিবন্ধকতাই যে বাধা হয় না ইচ্ছা শক্তির কাছে, সেটাই দেখাচ্ছেন মাঙ্গলী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *