HS Exam 2023 : পরীক্ষা দিয়ে ফিরে বাবার মুখাগ্নি, বোলপুরের মৌসুমিকে কুর্নিশ সকলের – hs student done her father funeral ritual after getting back from exam in bolpur


West Bengal News : বাবার মৃতদেহ শ্মশানে রেখে পরীক্ষায় বসল মেয়ে। পরীক্ষা শেষে ফিরে এসে হল মুখাগ্নি। শেষকৃত্য সম্পন্ন হল বাবার। বোলপুরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী মৌসুমি দলুইয়ের মনের জোর দেখে কুর্নিশ সকলের। পরীক্ষা কেন্দ্রে মৌসুমির সবরকম সাহায্যে এগিয়ে এলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও।

বোলপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী মৌসুমি দলুই। তার বাব অষ্টম দলুই বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিন ভোর বেলায় হৃদরোগে আক্রান্ত হন তিনি।

HS Exam 2023 : বাবাকে হারিয়েছে রাতে, মনের জোরে ভর করেই উচ্চ মাধ্যমিকে নিশা
পরে তাঁকে বোলপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বাবার মৃত্যুর খবর আসার পরেও মনের জোর নিয়ে পরীক্ষা দিতে যায় তাঁর বড় মেয়ে মৌসুমি। পরীক্ষা দিয়ে ফিরে এসে করে বাবার শেষকৃত্য।

বোলপুরের নেতাজি বাজারে চায়ের দোকান ছিল অষ্টম দলুইয়ের। এই চায়ের দোকান থেকে যা আয় হতো তাই দিয়েই চলত তাঁদের চারজনের সংসার। ঘরে রয়েছেন স্ত্রী ও দুই স্কুল পড়ুয়া মেয়ে। যার মধ্যে বড় মেয়ে মৌসুমী দলুই করে বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।

সে পারুল ডাঙ্গা শিক্ষা নিকেতন আশ্রম বিদ্যালয় এর দ্বাদশ শ্রেণীর ছাত্রী। মৌসুমির উচ্চমাধ্যমিকে পরীক্ষা কেন্দ্র পড়েছে বোলপুর শৈল বালা উচ্চ বালিকা বিদ্যালয়ে। এদিন ছিল তার ইংরেজি পরীক্ষা। স্বাভাবিকভাবেই বাবার হঠাৎই মৃত্যুর কারণে হতচকিত হয়ে যায় মৌসুমি সহ গোটা পরিবার।

Higher Secondary Examination 2023 : প্রতিবন্ধকতাকে সরিয়ে প্রতিষ্ঠিত হওয়াই লক্ষ্য, এবারের উচ্চ মাধ্যমিকে মাঙ্গলী
তবে সবাই ভেঙে পড়লেও মৌসুমি কিন্তু ভেঙে পড়েনি। বৃহস্পতিবার পিতৃ বিয়োগের ব্যথা বুকে আঁকড়েই ইংরাজি পরীক্ষা দিল সে। ঘটনা প্রসঙ্গে কাতর কণ্ঠে মৌসুমী বলে, “এর আগেও দু’বার হৃদরোগে আক্রান্ত হয়েছে বাবা। এই নিয়ে তৃতীয়বার। কিন্তু এবার আর বাবাকে বাঁচানো গেল না। বাবা সব সময় চাইত যাতে আমি ভালো করে পড়াশোনা করি। আর বাবার ইচ্ছা পূরণ করতেই আজ আমি পরীক্ষা দিলাম। পরীক্ষা ভালো হয়েছে ।”

তার এই অদম্য ইচ্ছাকে কুর্নিশ জানিয়ে বোলপুর শৈল বালা উচ্চ বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা ছবি ঘোষ। তিনি বলেন, “সকলকে অবাক করে বাবার মৃতদেহ শ্মশানে রেখেই পরীক্ষা দিয়েছে মৌসুমী। খুব শক্ত মনের পরিচয় দেওয়ার জন্য আমরা ওকে কুর্নিশ জানাই।”

Higher Secondary Examination 2023 : উচ্চ মাধ্যমিকের প্রথম দিনেই ভুল সেন্টারে পরীক্ষার্থী, তারপর…
পরীক্ষা দিতে মৌসুমির যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য এগিয়ে আসেন স্কুলের শিক্ষিকারাও। মৌসুমি নির্বিঘ্নে পরীক্ষা দেয়। মৌসুমির ইচ্ছা শক্তির প্রশংসা করেছেন পাড়া প্রতিবেশীরাও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *