HS Exam 2023 : বাবাকে হারিয়েছে রাতে, মনের জোরে ভর করেই উচ্চ মাধ্যমিকে নিশা – student sit in hs exam at next morning after her father demise in farakka


Murshidabad News : পিতাহি পরমং তপঃ! পিতার পার্থিব হাত সরে গেলেও মাথার উপর আর্শীবাদের ছোঁয়া থাকে সর্বক্ষণ। সেই আশীর্বাদের উপর ভর করেই বৃহস্পতিবার পরীক্ষায় বসল ফরাক্কার শিবপুর গ্রামের ছাত্রী নিশা দাস। বুধবার রাতেই হারাতে হয়েছে বাবাকে। শোকের আবেশ কাটিয়ে পরের দিন সকালে মনের জোর নিয়ে উচ্চমাধ্যমিক দিল সে।

নিশা দাস কাঞ্চনতলা জে ডি জে ইনস্টিটিউসনের ছাত্রী। পরীক্ষা কেন্দ্র ছিল সামসেরগঞ্জের বাসুদেবপুর হাইস্কুলে। অদম্য ইচ্ছাশক্তি আর মনের জোরে বুকে কষ্ট চাপা রেখে বৃহস্পতিবার ইংরেজি পরীক্ষায় বসে ওই ছাত্রী।

Higher Secondary Exam 2023 : ভুল করে নিজের স্কুলেই চলে গেল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, তারপর…
জানা গিয়েছে, ফরাক্কার মামরেজপুরের শিবপুর গ্রামের বাসিন্দা নিসা দাস। বাবা বিকাশ চন্দ্র দাস(৪০) পেশায় ব্যবসায়ী ছিলেন। বেশ কিছুদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন তিনি। ব্যাঙ্গালোরে তাঁর চিকিৎসা চলছিল।

বুধবার রাতেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নিশা দাসের বাবা বিকাশ চন্দ্র দাসের। একদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, অন্যদিকে বাবার মৃত্যু। বাবার মৃত্যু সংবাদে কার্যত মাথায় পাহাড় ভেঙে পড়ে। মৃত্যুর খবর আসেই শোকে ভেঙে পড়ে নিশা। কিন্তু বৃহস্পতিবার ছিল ইংরেজি ভাষার পরীক্ষা। কী করবে যেন কিছুই বুঝেই উঠতে পারছিলেন না মেধাবী ছাত্রী।

High Secondary Exam 2023 : পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে উলটে গেল টোটো, হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা আহত ছাত্রীর
সকালে গ্রামবাসীরা ভিড় জমান নিশার বাড়িতে। মৃত বাবাকে ছেড়ে কীভাবে পরীক্ষা দিতে যাবে, সে চিন্তায় অস্থির হয়ে পড়ে সে। যদিও শেষ পর্যন্ত পড়াশোনার প্রতি জেদ আর অদম্য ইচ্ছা শক্তি নিয়ে পরীক্ষায় বসে সে। বাবার মৃতদেহ না দেখেই প্রায় ১৩ কিলোমিটার দূরত্বে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিতে বাসুদেবপুর জালাদিপুর হাইস্কুলে ছুটে যান নিশা দাস।

অন্যদিকে, নিশার বাবার মরদেহ ফিরিয়ে আনা হচ্ছে ব্যাঙ্গালোর থেকে। বাবার মৃত্যুদেহ রেখেও ছাত্রীর পরীক্ষা দিতে আসার অদম্য জেদকে কুর্ণিশ জানিয়েছেন বাসুদেবপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মিজাউর রহমান সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। এদিন পরীক্ষা দিয়েই কান্না ভেজা চোখে সহপাঠীদের সঙ্গে বাড়ি ছুটে যান নিশা।

Higher Secondary Examination 2023 : অদম্য জেদের সামনে হার মানল শারীরিক প্রতিবন্ধকতা, এবারের উচ্চ মাধ্যমিকে মুর্শিদাবাদের জেমিমা
বাসুদেবপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মিজাউর রহমান বলেন, “আমরা খবর পাই পরীক্ষার্থী নিশার বাবা গতকাল প্রয়াত হয়েছেন। আমরা গিয়ে ওই ছাত্রীর সঙ্গে দেখা করি। ওকে সাহস জোগাই আমরা সকলে। বলা হয়, আমরা সকলে ওর পাশে আছি, ও যেন শক্ত মনে পরীক্ষা দেয়। ও এদিনকে ভালোভাবেই পরীক্ষা দিয়েছে।” স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের তরফেও ছাত্রীকে সবরকম সহযোগিতা করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *