Kolkata Traffic Update : উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত বাস-মেট্রো, যানজট সমস্যার সমাধানে হেলপ লাইন – kolkata traffic update on the second day of hs examination


বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন। এই বছর সাড়ে আট লাখেরও বেশি পরীক্ষার্থ পরীক্ষা দিচ্ছেন। ইংরেজি পরীক্ষার দিন যাতে তাঁদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে কোনও সমস্যা না হয় সেই কারণে পুলিশি তৎপরতা তুঙ্গে। কোনওভাবেই যাতে যানজট তৈরি না হয় সেই কারণে অতিরিক্ত সতর্ক কলকাতা ট্রাফিক পুলিশ। পাশাপাশি হেলপ লাইন নম্বরে ফোন করে যে কোনও সময় সাহায্য চাইতে পারেন পরীক্ষার্থীরা। কলকাতার সমস্ত রাস্তায় রয়েছে বাড়তি নজরদারি।

HS Exam 2023 : যানজট এড়াতে উচ্চ মাধ্য়মিক পড়ুয়াদের জন্য ট্রাফিক হেল্পলাইন, অতিরিক্ত বাস-মেট্রোও
কলকাতার বৃহস্পতিবারের ট্রাফিক আপডেট
কলকাতা ট্রাফিক পুলিশ জানিয়েছে, এদিন কলকাতায় কোনও মিটিং মিছিল নেই। যেহেতু উচ্চ মাধ্যমের ইংরেজি পরীক্ষা রয়েছে সেই কারণে যাবতীয় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি কোনওভাবে রাস্তায় যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে তাঁরা সঙ্গে সঙ্গে হেলপ লাইন নম্বরে ফোন করতে পারবেন। এই নম্বরগুলি হল ১০৭৩, ১০০, ১১০, ১০৯০।

Kolkata Traffic Update : ট্রেন দুর্ভোগ অব্যাহত-বুধ সকালে যানজটে জেরবার মহানগর, জানুন ট্রাফিক আপডেট
পড়ুয়াদের যাবতীয় সাহায্য করা হবে, আশ্বাস দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। এদিকে পড়ুয়াদের যাতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর ক্ষেত্রে কোনও সমস্যা না হয় তা নিশ্চিত করার জন্য কলকাতা এবং জেলাগুলিতেও অতিরিক্ত বাস চালানো হচ্ছে। জানা গিয়েছে, রাজ্যের ১৫টি রুটে অধির বাস চলবে পরীক্ষার দিন। পাশাপাশি যাতে পরীক্ষার্থাদের কোনও সমস্যা না হয় সেই কারণে এই বাসগুলিতে লাগানো থাবে স্পেশাল বোর্ড।

HS Exam 2023 : রেল চলাচল বিঘ্ন হলে বিকল্প পরিবহণের ব্যবস্থা করুন, সমস্ত জেলাশাসককে চিঠি নবান্নর
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ২৭ মার্চ অর্থাৎ পরীক্ষার শেষ দিন পর্যন্ত অতিরিক্ত মেট্রো চালানো হবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর স্টেশন পর্যন্ত। মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের ব্যবধানে তা ছাড়বে। উচ্চ মাধ্যমিকের পাশাপাশি একাদশ শ্রেণির পড়ুয়ারাও এই পরিষেবা পাবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *