Mahadipur Land Port : দীর্ঘ ৩ বছর পর চালু মহদিপুর স্থলবন্দর, যাত্রী পারাপার শুরু দুই বাংলার – malda mahadipur land port started for india and bangladesh citizens communication


West Bengal News : দীর্ঘ প্রায় তিন বছর পর খুলে গেল ভারত বাংলা সীমান্তের মহদিপুর স্থলবন্দর। পাথর সহ অন্যান্য সামগ্রী রপ্তানি হলেও বন্ধ ছিল যাত্রী পারাপার। পাসপোর্ট সহকারে দুই দেশের নাগরিকদের যাতায়াত করার জন্য এবার খুলে দেওয়া জল এই স্থল বন্দর। বৃহস্পতিবার দুপুরে ভারত বাংলাদেশ সীমান্তের মহদিপুর স্থলবন্দরে প্রবেশদ্বারের ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় যাত্রী যাতায়াতের।

Barsoi-Radhikapur Railway : বারসই-রাধিকাপুর রেলপথের বৈদুতিকরণের কাজ শুরু, খুশি রায়গঞ্জবাসী
এদিন জিরো পয়েন্টে দুই দেশের আধিকারিক ও আমদানি ও রপ্তানিকারকদের মধ্যে বৈঠকের পর পাসপোর্ট নিয়ে যাতায়াত করার জন্য যাত্রী সুবিধার্থে খোলা হয় স্থলবন্দর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের ডেপুটি কমিশনার মনোজ কুমার, মালদা জেলা অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী, মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক, বাংলাদেশের ইনপোর্টার আব্দুল ওয়াহাব সহ অন্যান্য আধিকারিক ও আমদানি ও রপ্তানিকারকরা।

করোনা মহামারীর সময় বন্ধ হয়েছিল মহদিপুর স্তলবন্দর। এর ফলে সমস্যায় পড়তেন দুই দেশের বহু মানুষ। এদিন স্থলবন্দর খুলে দেওয়ায় খুশি দুই বাংলার মানুষ।
করোনা মহামারীর সময় ২০২০ সালের ১৫ মার্চ বন্ধ হয়ে গিয়েছিল মহদিপুর স্থল বন্দর। বন্দর বন্ধ হয়ে যাওয়ার কারণে সমস্যায় পড়তেন দুই দেশের বহু মানুষ।

Malda Mango : বিদেশে পাড়ি দেবে মালদার আম, চাষিদের জন্য বিশেষ প্রশিক্ষণ শিবির
এদিন স্থলবন্দর খুলে দেওয়ায় খুশি দুই দেশের মানুষ। এবার ওই স্থান দিয়েও বৈধ নথি নিয়ে সহজেই ভারতের মানুষ পৌঁছে যাবেন বাংলাদেশে। আবার বাংলাদেশ থেকেই সহজে ভারতে পৌঁছতে পারবেন বাংলাদেশিরা। বন্দর চালু হয়ে যাওয়ার কারণে পুনরায় পর্যটন থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রেই উন্নতি ঘটবে বলে মনে করছেন সকলেই।

উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য পরিবহণের পাশাপাশি দু’দেশের নাগরিকদের মধ্যে যাতায়াতের ক্ষেত্রেও মহদিপুর আন্তর্জাতিক সীমান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিন আনুমানিক প্রায় ৩০০টি পণ্যবাহী লরি এই আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যায়। করোনা অতিমারির আগে এই স্থলবন্দর দিয়ে দু’দেশের নাগরিকরাও আন্তর্জাতিক ভ্রমণ করতে পারতেন। করোনার সময় যাতায়াত বন্ধ করে দেওয়া হয়।

Malda News : ৩ কোটি টাকা ব্যয়ে ব্রিজ তৈরির পরও চলছে ঝুঁকির পারাপার, ভোগান্তিতে গ্রামবাসীরা
২০২০ সালের ১৫ মার্চ বন্ধ হয়ে গিয়েছিল মহদিপুর স্থল বন্দর। পরবর্তীতে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ২০২০ সালের ৪ জুন থেকে ফের মহদিপুর দিয়ে বাংলাদেশে পণ্য রপ্তানির অনুমতি দেয় কেন্দ্র। কিন্তু দু’দেশের নাগরিকদের যাতায়াত চালু হয়নি। তবে নতুন করে পারাপার শুরু হওয়ায় আগামী দিনে দুই দেশের নাগরিকদের অনেকটা সুবিধা হল মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *