Rastashree Prakalpa : ‘রাস্তাশ্রী’ প্রকল্পে ৩ কোটি ব্যয়ে নতুন রাস্তার কাজ শুরু দুর্গাপুরে – paschim bardhaman villagers happy for road construction starts


Bardhaman News : পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় জেলায় নতুন সড়ক নির্মাণ এবং সংস্কারের লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। চালু হয়েছে ‘রাস্তাশ্রী’ প্রকল্প। সেইমতো, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার ডিভিসি মোড় থেকে কেন্দ্রা ছাতাধাওয়া পর্যন্ত পাঁচ কিমি রাস্তার শিল্যানাস করা হল বুধবার। মোট ৩ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে পাণ্ডবেশ্বরে নতুন রাস্তার কাজের শিলান্যাস সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।

Rasta Shree Project : ‘রাস্তাশ্রী’ প্রকল্পে টার্গেট ৩৮৯ টি রাস্তা, কাজ হবে? খোঁচা বিরোধীদের
পাণ্ডবেশ্বর বিধানসভার পাণ্ডবেশ্বর DVC মোড় থেকে কেন্দ্রা ছাতাধাওরা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার নতুন রাস্তার কাজের শিলান্যাস করা হয়। এছাড়াও পাণ্ডবেশ্বর মণ্ডলপাড়ায় প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে একটি কমিউনিটি সেন্টারের কাজের শুভ উদ্বোধন হয়। পাশাপাশি, পাণ্ডবেশ্বর টুমনি ব্রিজের নিকট প্রায় ৮ লাখ টাকা ব্যয় একটি হাইমাস্ট বাতিস্তম্ভের কাজের শুভ উদ্বোধন হল একই দিনে।

Malda News : ৩ কোটি টাকা ব্যয়ে ব্রিজ তৈরির পরও চলছে ঝুঁকির পারাপার, ভোগান্তিতে গ্রামবাসীরা
রাস্তাশ্রী প্রকল্প চালু হওয়ার পরেই গ্রামেগঞ্জে অসম্পূর্ণ রাস্তা গুলি সংস্কারের কাজ চলছে। কেন্দ্রা অঞ্চলের মানুষের কোনও বিকল্প পথ ছিল না। মূল রাস্তাটি ভারী কয়লার ডাম্পার সহ বিভিন্ন পরিবহণের কারণে দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ হয়ে পড়েছিল। সাধারণ মানুষ বিধায়কের কাছে একটি বিকল্প রাস্তার দাবি করেছিলেন। সেই মোতাবেক এই রাস্তাটি হওয়ার ফলে স্বভাবতই এলাকাবাসী অনেকটা উপকৃত হবেন বলে আশাবাদী বিধায়ক।

Bankura BJP : ‘তোলাবাজরা এলে ঝাঁটাপেটা করে তাড়িয়ে দিন…’, নিদান বাঁকুড়ার বিজেপি বিধায়কের
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বাউরী, সহ-সভাপতি রমা রুইদাস ,পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কিরিটি মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। রাস্তাটি মূলত WBSRDA এর অধীনে ৩ কোটি ৭ লাখ অর্থ মূল্যে নির্মাণ হবে বলে জানান হয়।

Purba Bardhaman : খণ্ডঘোষে টোল বুথে ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ! তুমুল উত্তেজনা
অন্যদিকে, পাণ্ডবেশ্বর এর মণ্ডলপাড়ার কমিউনিটি সেন্টারটির জন্য বিধায়ক তহবিল থেকে পাঁচ লাখ এবং পঞ্চায়েত সমিতি থেকে ৫ লাখ টাকা অর্থমূল্য প্রদান করা হয়েছে। এই উদ্বোধন প্রসঙ্গে বিধায়ক বলেন, “আমরা বরাবরই বলে এসেছি পাণ্ডবেশ্বরকে এক মডেল পাণ্ডবেশ্বর তৈরি করব। সমগ্র পাণ্ডবেশ্বর জুড়ে উন্নয়ন যজ্ঞ চলছে।

Trinamool Congress : রাতারাতি ভোলবদল, ‘একসঙ্গে লড়ব’ বিধায়ক শওকত মোল্লাকে পাশে নিয়ে দাবি ভাঙরের তৃণমূল নেতার
কেন্দ্রা অঞ্চলের সাধারণ মানুষের অনেক দিনের দাবি ছিল এই রাস্তাটি। বিধায়ক হওয়ার সময় আমি সাধারণ মানুষকে দাবি করেছিলাম এ রাস্তাটি অতি অবশ্যই করে দেব। তাই আজ কথা রাখার পালা।” পাণ্ডবেশ্বর জুড়ে যেখানে যা সমস্যা আছে, আগামী দিনে আরও কাজের মাধ্যমে সেগুলি পূরণ করা হবে বলে দাবি বিধায়কের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *