Soumendu Adhikari Shashi Panja : শশী পাঁজাকে আইনি নোটিস সৌমেন্দুর – soumendu adhikari sent a legal notice to shashi panja


শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী এবার মানহানির নোটিস দিলেন শশী পাঁজার বিরুদ্ধে।

 

Soumendu Shashi
শশী পাঁজাকে আইনি নোটিস সৌমেন্দুর (প্রতীকী ছবি)

হাইলাইটস

  • রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজার বিরুদ্ধে মানহানির মামলার নোটিস দিলেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী।
  • পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতাকে নিয়ে শশী ‘অসত্য তথ্য’ পরিবেশন করেছেন বলে নোটিসে অভিযোগ করা হয়েছে।
  • সৌমেন্দুর এই আইনি নোটিস নিয়ে প্রতিক্রিয়া জানতে একাধিক বার যোগাযোগ করা হলেও শশীর কোনও মন্তব্য পাওয়া যায়নি।
এই সময়, কাঁথি: রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজার বিরুদ্ধে মানহানির মামলার নোটিস দিলেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। তৃণমূল ভবনে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতাকে নিয়ে শশী ‘অসত্য তথ্য’ পরিবেশন করেছেন বলে নোটিসে অভিযোগ করা হয়েছে। সৌমেন্দুর আইনজীবী অনির্বাণ চক্রবর্তী বলেছেন, ‘একটি কাগজ দেখিয়ে শুভেন্দু অধিকারীর সুপারিশে ৫৫ জনের চাকরি হয়েছিল বলে দাবি করেছিলেন শশী পাঁজা।

Suvendu Adhikari Kunal Ghosh: নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে শুভেন্দু, হেফাজতে নিয়ে তদন্ত করুক ইডি সিবিআই: কুণাল
এই ভিত্তিহীন দাবির কারণে শুভেন্দু অধিকারী ও তাঁর পরিবারের সম্মানহানি হয়েছে। তাই আইনি নোটিস পাঠানো হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে শশী পাঁজা যদি তাঁর মন্তব্য প্রত্যাহার না করেন, তা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ সৌমেন্দুর এই আইনি নোটিস নিয়ে প্রতিক্রিয়া জানতে একাধিক বার যোগাযোগ করা হলেও শশীর কোনও মন্তব্য পাওয়া যায়নি।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *