STF Raid In Saltlake : ছাগল ব্যবসার আড়ালে চলত মাদক কারবার! STF-এর অভিযানে উদ্ধার লাখ লাখ টাকা-হেরোইন – stf rescues lot of cash and drugs from salt lake flat


West Benagl News : সকাল সকাল ব্যাপক সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। বৃহস্পতিবার ভোর বেলা সল্টলেকের (Saltlake) একটি ফ্ল্যাটে হানা দিয়ে উদ্ধার করা হল সাড়ে ৩ কেজি হেরোইন (Heroin) সহ নগদ টাকা। ইতিমধ্যে এই ঘটনায় এক মহিলা সহ দু’জনকে গ্রেফতার করেছে STF। গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয় বলে জানা গিয়েছে।

উদ্ধার হওয়া নগদ টাকার পরিমান পাঁচ লাখ বলে জানা গিয়েছে। একইসঙ্গে উদ্ধার হয়েছে ৫ কেজি মাদক। পুলিশ সূত্রের খবর, ধৃত ২ জন মাদকের কারবারকে ঢাকা দেওয়ার জন্য জনসমক্ষে ছাগলের ব্যবসা করত।

Howrah Station : পিঠে থাকা ব্যাগ খুলতেই রাশি রাশি টাকা উদ্ধার! হাওড়া স্টেশনে ধৃত ১
উদ্ধার হওয়া মাদকের সঙ্গে মিলেছে হেরোইন এবং ব্রাউন সুগারের (Brown Sugar) মতন মাদক তৈরির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র। যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাঁদের নাম মোবিন খান এবং মেহতাব বেগম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁরা নাকি পশুপালন ও ছাগলের ব্যবসা করত। ধাপায় নাকি তাঁদের একটি ফ্ল্যাটও রয়েছে।

দক্ষিণ বিধাননগর থানার (Bidhannagar South Police Station) অন্তর্গত নওভাঙা সেক্টর ৪-এ এদিন সকালে এই তল্লাশি অভিযান চালানো হয়। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, মোবিন খান এলাকার মানুষজনের সঙ্গে খুব একটা কথা বলতেন না। বেনামি সম্পত্তি তথা আয়–বহির্ভূত টাকা রয়েছে জানতে পেরেই এসটিএফ ১২ জন প্রতিনিধি নিয়ে এখানে হানা দিয়েছে। মেহতাভ বেগম তার স্ত্রী বলেই জানা গিয়েছে।

Gold Smuggling : পাচারের চেষ্টা রুখে দিল BSF, পুকুর থেকে উদ্ধার আড়াই কোটির সোনার বিস্কুট!
ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে বিধাননগর দক্ষিণ থানায় মামলা রুজু করা হয়েছে। STF সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ সময় ধরে এই তল্লাশি অভিযান চালানো হয়েছে। ফ্ল্যাটেই চলেছে দফায় দফায় জেরা। এছাড়াও আরও জানা গিয়েছে, গতকাল বুধবার পার্কসার্কাস এলাকার একটি বাড়িতে প্রথমে হানা দেন STF-র আধিকারিকরা। সেখান থেকে এই ঠিকানার খোঁজ পান তদন্তকারীরা।

এলাকাবাসীদের বক্তব্য, বেশ অনেক মাস আগে এই ফ্ল্যাটে আসেন মোবিন ও তাঁর স্ত্রী। ধৃত এই দুজনকে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে। এই দুজনকে জেরা করে আরও তথ্য জোগাড় করতে চায় পুলিশ।

Dakshin 24 Pargana : বাড়ি ভাড়া নিয়ে অন্য মহিলার সঙ্গে লিভ ইন! বাধা পেয়ে স্ত্রীকে খুনের অভিযোগ
এই দুজনের সঙ্গে আর কে কে জড়িত বা এরা দেশে বিদেশে কার কার সঙ্গে এই মাদকের ডিল করত, সেসবের গভীরেও যেতে চায় পুলিশ। উল্লেখ্য, রাজ্যের নানা প্রান্ত থেকে সম্প্রতি বিপুল টাকা উদ্ধার হয়েছে। বেনামি সম্পত্তির হদিশও মিলেছে প্রচুর। এবার সল্টলেক থেকে এরকম কাঁড়ি কাঁড়ি টাকা মেলায় ফের পুলিশ প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়ল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *