TMC Joining : ভাঙড়ে ISF-এ ভাঙন, স্লোগানে ‘চোর চোর’ খোঁচা দেওয়া শওকতের হাত ধরেই দলবদল শতাধিক কর্মীর – bhangar 100 isf members join trinamool congress by saokat molla


South 24 Parganas : চারদিন আগেই ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে (Saokat Molla) ঘিরে ‘চোর চোর’ স্লোগান দিয়ে পিছু ধাওয়া করেছিল ISF সমর্থকরা। তার জেরে ব্যাপক ক্ষুব্ধ হয়েছিলেন তৃণমূল বিধায়ক। এবার ভাঙড়ে তৃণমূলের পর্যবেক্ষক হয়ে সেই ঘটনার ‘মধুর প্রতিশোধ’ তুলে নিলেন শওকত। গতকাল বুধবার তাঁর হাত ধরে ভাঙড়ের প্রানগঞ্জ অঞ্চলের রানিগাছি ২৪৮ নং বুথের মিন্টু শিকারির ভাই সহ প্রায় ১০০ ISF কর্মী যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। বুধবার রাতে জীবনতলা এলাকায় বিধায়ক কার্যালয় থেকে যোগ দেন এই ISF-র কর্মীরা।

Trinamool Congress : রাতারাতি ভোলবদল, ‘একসঙ্গে লড়ব’ বিধায়ক শওকত মোল্লাকে পাশে নিয়ে দাবি ভাঙরের তৃণমূল নেতার
মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপর ভরসা করে এই যোগদান বলে জানান ISF কর্মীরা। তাঁদের দাবি, নওশাদ সিদ্দিকি বিধায়ক হওয়ার পর এলাকায় কোনও উন্নয়ন করতে পারেননি। বিপদে আপদে তাঁকে পাওয়া যায় না। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপর ভরসা করে নিজেদের ভুল বুঝতে পেরে ISF কর্মীরা তৃণমূলে যোগদান করেছেন বলে জানান শওকত মোল্লা।

Saokat Molla : ফোন করে পীরজাদাকে হুমকি, শওকতের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
এই বিষয়ে এক ISF কর্মী রেজাউল শিকারি বলেন, “অনেকদিন ধরেই তৃণমূলে আসার কথা ভাবছিলাম। শওকত ভাই পর্যবেক্ষক হতেই বুঝে যাই এটাই আসল সময়। বিগত বিধানসভা নির্বাচনের পর থেকে ভাঙড়ে কোনও কাজ হয়নি। সারা রাজ্যে মাননীয়া মুখ্যমন্ত্রী যে উন্নয়নের জোয়ার এনেছেন, সেই জোয়ারের মাঝে ভাঙড় জুড়ে শুধুই ভাঁটার আনাগোনা।

Saokat Molla : ফুরফুরায় শওকতকে দেখে ‘চোর’ স্লোগান, ক্ষুব্ধ বিধায়ক দায় চাপালেন নওশাদের ঘাড়ে
এবার সময় এসেছে ভাঙড়েও মুখ্যমন্ত্রীর উন্নয়নের জোয়ার নিয়ে আসার। তাই ISF-এর মতন একটি নীতিহীন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম”। উল্লেখ্য, কদিন আগেই ভাঙড় বিধানসভার পর্যবেক্ষকের দায়িত্ব পান শওকত। সেই দায়িত্ব পাওয়ার পর ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা কাইজার আহমেদ বিতর্কিত মন্তব্য করে বিড়ম্বনায় ফেলেছিলেন শওকতকে।

Nawsad Siddiqui : ‘মমতা-অভিষেক দায়িত্ব নিয়ে ভাঙড় চালাক’, নওশাদের মন্তব্যে জল্পনা
এদিন সেই কাইজার আহমেদের নেতৃত্বেই ভাঙড় এলাকার ISF কর্মীরা ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় এসে তৃণমূলে যোগদান করল। যা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। শওকত মোল্লার কাছে ভালো সাজার চেষ্টা করছেন কাইজার, বিদ্রুপ করেছেন বিরোধীরা। যদিও কাইজারের দাবি, “আমরা সকলেই তৃণমূলের একনিষ্ঠ কর্মী। আমাদের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই।

Nawsad Siddique : ‘পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়েই হোক’, আইনি পথে হাঁটার হুঁশিয়ারি নওশাদের
আমরা সবাই তৃণমূলকে রাজ্যে আরও শক্ত করার জন্যই মাঠে নেমেছি। যার ফলস্বরূপ আজকের এই যোগদান”। এর পাশাপাশি শওকতকে এলাকায় দলের ‘প্রধান সেনাপতি’ হিসেবেও অভিহিত করতে শোনা যায় কাইজারকে। আর শওকতের দাবি, “কাইজার হয়ত অন্য কিছু বলতে গিয়ে ওই কথা বলে দিয়েছে। সেটাকে বেশ মশলাদার খবর বলে চালিয়েছে মিডিয়া”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *