Trinamool Congress : আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে বার বার! পানিহাটির তৃণমূল নেতাকে নিয়ে কড়া সিদ্ধান্ত দলের – panihari tmc youth leader terminated from party for various allegation


West Bengal News : আর্থিক দুর্নীতি ও অনৈতিক কাজের জন্য পানিহাটির তৃণমূল যুব সভাপতিকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার তৃণমূল যুব সভাপতি সোমনাথ ভট্টাচার্যকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা ঘোষণা করে দল। আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়া থেকে শুরু করে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ ছিল ওই যুব সভাপতির বিরুদ্ধে। পঞ্চায়েত নির্বাচনের আগে দলের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখার জন্যেই এই সিদ্ধান্ত বলে জানান হয়েছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফে।

Santanu Banerjee: সিম বিক্রেতা থেকে বিদ্যুৎ সংস্থার সামান্য চাকরিতেও অগাধ সম্পত্তি! শান্তনুর লাইফস্টাইল নিয়ে অস্বস্তি দলেও
বেশ কিছুদিন ধরে পানিহাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সোমনাথ ভট্টাচার্যের নামে আর্থিক দুর্নীতি ও অনৈতিক কাজের একাধিক অভিযোগ উঠে আসছিল। রাজ্যের বিভিন্ন জায়গায় যেভাবে দুর্নীতির সঙ্গে নাম জড়িয়ে যাচ্ছে তৃণমূলের একাধিক নেতা-নেত্রীদের, সেই জায়গা থেকে দলের স্বচ্ছতা বজায় রাখার জন্য তৃণমূল যুব সভাপতি সোমনাথ ভট্টাচার্যকে দল থেকে বহিষ্কার করা হল বলে জানিয়েছে পানিহাটি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তবে বহিষ্কৃত নেতার কোনও মন্তব্য পাওয়া যায়নি।

সোমনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে পানিহাটি পুরসভা এলাকায় সরকারি ঘর পাইয়ে দেওয়ার নাম করে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ উঠে এসেছিল। দল থেকে বহিষ্কারের পাশাপাশি পানিহাটি পুরসভার চাকরি থেকেও বরখাস্ত করা হয় এই তৃণমূল যুব সভাপতিকে।

SSC Scam News:’কুন্তল শান্তনুকে বহিষ্কার করে তৃণমূল স্বচ্ছ এটা প্রমাণ করা যাবে না’, জোর তরজা জেলায়
বিষয়টি নিয়ে উত্তর পানিহাটি যুব তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ চৌধুরী বলেন, “দীর্ঘদিন ধরেই ওঁর নামে পার্টির উচ্চ নেতৃত্বের কাছে অভিযোগ আসছিল। তাছাড়া ওঁকে দলের কোনও কর্মসূচিতে পাওয়া যাচ্ছিল না। দলের সঙ্গে কোনওরকম যোগাযোগ রাখছিল না। সেই কারণে ওঁকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

পানিহাটি পুরসভার ৩৫ টি ওয়ার্ডের বেশিরভাগ কাউন্সিলরের কাছেই ওই তৃণমূল যুব নেতার নামে অভিযোগ জমা পড়েছিল বলে দলীয় সূত্রে খবর। বিভিন্ন ওয়ার্ড থেকেই সরকারি পরিষেবা পাইয়ে দেওয়ার নাম করে অভিযুক্ত তৃণমূল যুব নেতা টাকা তুলতো বলে অভিযোগ জমা পড়ে। তবে তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যুব নেতার বহিষ্কারের ঘটনাকে কটাক্ষ করেছে BJP নেতৃত্ব।

Kuntal Ghosh Shantanu Banerjee: দুর্নীতির দায় আর বয়ে বেড়ানো নয়! তৃণমূল থেকে বহিষ্কৃত কুন্তল-শান্তনু
BJP-র অভিযোগ, রাজ্যে যেভাবে দুর্নীতির সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িয়ে যাচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে দলের মধ্যে যে স্বচ্ছতা আছে তা মানুষের মধ্যে প্রমাণ করতেই এই ধরনের বহিষ্কারের সিদ্ধান্ত। স্থানীয় BJP নেতা কিশোর কর বলেন, “পশ্চিমবঙ্গের এমন কোনও জায়গা নেই, যেখানে দুর্নীতি হয়নি।..তৃণমূলের বুথ স্তর রাজ্য স্তরের সর্বোচ্চ নেতৃত্ব সবার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *