West Bengal Latest News : কেন মাঠে গোরুর লেজ ধরে লাঙল টানার চেষ্টা? ভাইরাল ভিডিয়ো নিয়ে মুখ খুললেন তৃণমূল বিধায়ক – tmc mla of chandrakona works in field video wents trending


West Bengal News “ধর নাঙল শক্ত হাতে…”, মাঝে মধ্যেই নিজের ইচ্ছামতো এদিক ওদিক দৌড়ে যাওয়ার স্বাধীনতা দাবি করছে গোরু, কিন্তু তাকে সোজা পথে নিয়ে আসছেন স্বয়ং বিধায়ক। কোনও সাদা পাঞ্জাবি বা ধুতি নেই বিধায়কের পরনে। উপর থেকে চাপাননি শাল। লুঙ্গি হাঁটুর উপর তোলা। গায়ে জড়ানো গামছা। খালি পায়ে লাঙল চালাচ্ছেন চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধাড়া। সম্প্রতি সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ওয়েব সিরিজ, সিনেমা আর বাস্তবের টুকরো ঝলক মনে মিক্স করে নেতাদের সম্পর্কে এক অদ্ভূত ধারণা তৈরি করেছেন সাধারণ মানুষ। নেতাদের লাখ লাখ টাকা না থাকাটা একেবারে কাঁচা স্ক্রিপট, তাঁদের জামা-কাপড় হবে ধোপদুস্ত, তাঁরা মাঠে নেমে কাজ করবেন? ‘নৈব নৈহ চ’। কিন্তু, এই বিধায়ককে মাঠে নেমে লাঙল চালাতে দেখে রীতিমতো অবাক নেটিজেনদের একাংশ। তাঁরা কার্যত আপ্লুত।

Bharat Matrimony: রঙিন নারী মুখের আড়ালে ক্ষত! বিতর্কের মুখে পড়ে ভিডিয়ো সরাল ভারত ম্যাট্রিমনি
শুধু লাঙল চালানো নয়, তাঁকে আলু কুড়োতেও ব্যস্ত দেখা গিয়েছে। বিধায়ককে মাঠে ঘাটে কাজ করতে দেখে আপ্লুত নেটিজেনরা। এক নেট নাগরিক লিখেছেন, “এখন তো বিধায়কদের বড় গাড়ি ছাড়া দেখা যায় না। তবু তিনি অন্তত মাঠে নেমেছেন। দেখেও ভালো লাগছে। অন্যরা যখন ED-CBI-এর ডাক পাচ্ছেন তখন একজন মাঠে নেমে চাষাবাদ করছেন।”

কিন্তু, যাঁকে নিয়ে এত আলোচনা সেই বিধায়ক অরূপ ধাড়া ঠিক কী বলছেন? তাঁর সঙ্গে এই সময় ডিজিটাল-এর তরফে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এই ভিডিয়োটা সাত-আট দিন আগের। আমাদের জমি রয়েছে। আমরা চাষাবাদ আগে থেকেই করতাম। বিধায়ক হওয়ার পর তো আর কাজ ছেড়ে দিতে পারি না! নিজেদের জমিতেই চাষ করি। আগে যেভাবে হাল চালাতাম এখনও তাই করি।”

Bankura News : ‘মিড ডে মিলের টাকা মেরে দিতে পারেন শিক্ষকরা’, ফের বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়কের
বিধায়কের সংযোজন, “কোনওভাবেই কাজকে ছোট করা উচিত নয়। জমিতে চাষ করব এতে লজ্জার কী আছে! আর এ তো নতুন কোনও বিষয় নয়। এই নিয়ে যেমন আলাদা করে প্রশংসা পাওয়ার কিছু নেই তেমনই কেউ ছোট করার কিছু নেই।” তিনি জানান, আগের মতোই মাঠের কাজকর্মে হাত লাগান তিনি।

B Tech Pani Puri Wali : বাইকে করে দিল্লির রাস্তায় ঘুরে ঘুরে ফুচকা বিক্রি, বি-টেক পাশ তাপসীর ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায়
পরিবারের নতুন প্রজন্ম তাঁদের ভিত্তি যাতে কোনওভাবেই ভুলে না যায় সেই শিক্ষাও দেন বলে জানান এই বিধায়ক। ইতিমধ্যেই এই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়োয় এই তৃণমূল বিধায়কের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনদের একাংশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *