West Bengal Trending News: নদীতে মিলছে সোনা! ভাগ্য বদলাতে বীরভূমে নদীর চরে গ্রামবাসীদের হুড়োহুড়ি – gold and gold ornaments found at bibhum river bank crowd started digging


West Bengal Local News: নদীর পাড়ে গেলেই মিলছে সোনা। খবর ছড়াতেই নদীর চরে গ্রামবাসীদের ভিড়। সোনার খোঁজে কেউ হাতে করে আবার কেউ কোদাল দিয়ে খুড়ছেন নদীর পাড় । ঘটনাকে কেন্দ্র করে শোরগোল বীরভূমের রারইয়ের পারকান্দি গ্রামে।


স্থানীয় সূত্রে খবর, নদীর জল ও পাড় হাতড়ালেই উঠে আসছে সোনার গয়না। কুচি কুচি সোনার জিনিস থেকে আস্ত অলঙ্কার। খবর ছড়াতেই দিন নেই রাত নেই নদীর চর কুপিয়ে চলেছেন গ্রামবাসীরা।

Gold Smuggling : জমি ব্যবসার আড়ালে চোরাচালান? অশোকনগরে ব্যবসায়ীর বাড়িতে শুল্ক দফতরের হানা

কীভাবে মিলল সোনার সন্ধান?

গ্রামবাসীদের দাবি, গত দুদিন আগে এই বাঁশরই নদীর পাড় থেকে গ্রামেরই বেশ কয়েকজন বালিতে পেয়েছিলেন সোনার টুকরো। আর সেই কথা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। লোক মুখে গল্প ছড়াতে ছড়াতে বিষয়টি আরও বড় হয়ে যায়। কারও কারও দাবি নদী থেকে সোনার দুল, টিকলি পেয়েছেন কেউ কেউ। যদিও বিষয়টি সত্যতা এখনও খতিয়ে দেখা সম্ভব হয়নি।

Lalu Family Money & Gold Recovery: ৬০০ কোটির হদিশ ED-র! লালুর পরিবারে তল্লাশিতে কোটি কোটি টাকা ও সোনা উদ্ধার

ব্যাপারটা জানাজানি হতেই নদীতে ভিড় জমাতে থাকেন স্থানীয় গ্রামবাসীরা। সোনা পাওয়ার আশায় খুঁড়তে থাকেন নদী চরের বালি। খবর যায় পুলিশে। প্রশাসনের তরফে আইনশৃঙ্খলা রক্ষার লক্ষ্য বসানো হয়েছে পুলিশ পিকেট। সোনার বিষয়টি খতিয়ে দেখতে খবর দেওয়া হয়েছে জিওলজিক্যাল সার্ভে ও আর্কিওলজিক্যাল সার্ভেতে।

Haldia News: তেল কুড়োতে হুড়োহুড়ি হলদিয়ায়! জানুন বিস্তারিত

আগেও মিলেছে সোনা

ঝাড়খন্ডের সাহেবগঞ্জ জেলার বাঁশ পাহাড়ি থেকে উৎপত্তি এই বাঁশলই নদীর । ঝাড়খণ্ডের পাকুর জেলা ও বঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদ জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়ে এই নদী হুগলি নদীতে গিয়ে মিশেছে । সাধারণত সুবর্ণরেখা নদী ও তার উপনদী খারকাইয়ে সোনা পাওয়ার কথা শোনা গেলেও বাঁশলই নদীতে এই প্রথম। স্থানীয় পারকান্দি গ্রামের বাসিন্দারা এই কথা শুনতে পেয়েই নদীর বুকে ঝাঁপিয়ে পড়েছেন সোনা খুঁজতে । যদি ভাগ্যের জোরে মিলে কয়েক টুকরো সোনালি ধাতু তাহলেই কেল্লা ফতে।

Asha Karmi Recruitment Scam : শিক্ষকের পর আশা কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, বিক্ষোভ বনগাঁর স্বাস্থ্যকেন্দ্রে

উল্লেখ্য, বছর ১৫ আগেও এই নদী থেকে কলসি ভর্তি সোনা পাওয়া গিয়েছিল। এই নদী তীরে অবস্থিত মহেশপুরের রাজবাড়ি। সেই রাজবাড়ির অধিকাংশই তলিয়ে গিয়েছে নদীতে। স্থানীয়দের দাবি, নদীগর্ভ থেকে সেই রাজবাড়ির সোনাই উদ্ধার হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *