‘সচিনই সর্বকালের সেরা, বিরাট ওঁর ধারেকাছে নেই’, স্পষ্ট জানিয়ে দিলেন সাকলিন। Virat Kohli is a legend of modern era, but there is no one bigger than Sachin Tendulkar, says Saqlain Mushtaq


জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ১৯৮৯ সালের ১৫ নভেম্বর থেকে ২০১৩ সালের ১৪ নভেম্বর, দীর্ঘ ২৪ বছর ধরে ক্রিকেট দুনিয়াকে তিনি শাসন করেছেন। আর একজন আধুনিক ক্রিকেটে বিপক্ষ বোলারদের সংহারক। প্রথমজন এক ও অদ্বিতীয় সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। আর একজন বিরাট কোহলি (Virat Kohli)। ‘গড অফ ক্রিকেট’ ১০০টি শতরানের মালিক হলেও, ফিটনেসের শীর্ষে থাকা বিরাট মাত্র ৩৪ বছর বয়সেই ৭৫টি শতরান সেরে ফেলেছেন। তবুও সাকলিন মুস্তাক (Saqlain Mushtaq) তাঁর এক সময়ের প্রতিদ্বন্দ্বী সচিনের সঙ্গে বিরাটের তুলনায় যেতে রাজি নন। বরং পাকিস্তানের (Pakistan) প্রাক্তন অফ স্পিনারের স্পষ্ট বক্তব্য, সচিনই সর্বকালের সেরা, বিরাট ওঁর ধারেকাছে নেই। এমনকি বিরাটের সঙ্গে বাবর আজমের (Babar Azam) তুলনা করা হলে, তিনি পাকিস্তানের বর্তমান অধিনায়ককেই এগিয়ে রাখলেন। 

একটি অনুষ্ঠানে সচিন ও বিরাটের মধ্যে তুলনা করা হলে, সাকলিন বলে দেন, “এই ক্রিকেট দুনিয়ার শীর্ষে যদি একজন ব্যাটার থাকে, তাহলে সে হল সচিন তেন্ডুলকর। এটা কিন্তু আমার বক্তব্য নয়। সবাই এটা মেনে নিয়েছে। যদি আমরা ক্রিকেটের ব্যাকরণ মেনে কপিবুক শটের কথা বলি, তাহলে সবার আগে সচিনের নামই আসবে। মানলাম বিরাট কোহলি আধুনিক ক্রিকেটের লেজেন্ড, তবে সচিন সবার থেকে এগিয়ে।” 

নয়ের দশকে সাকলিন বনাম সচিন ডুয়েল দেখার অপেক্ষায় বসে থাকতেন ক্রিকেট দুনিয়া। কেন তিনি চিরপ্রতিদ্বন্দ্বীকে এগিয়ে রাখছেন? সেটাও বুঝিয়ে দিলেন। সাকলিন ফের বলেন, “বিরাট কি ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, কার্টলে অ্যাম্বরোস, কোর্টনি ওয়ালস, গ্লেন ম্যাকগ্রা, শোয়েব আখতার, ব্রেট লি, শেন ওয়ার্ন, মুথাইয়া মুরলীথরনের বিরুদ্ধে খেলেছে? ওরা শুধু ম্যাচ উইনার নয়, কীভাবে একজন ব্যাটারকে ফাঁদে ফেলতে হয়, সেটা ওরা খুব ভালোভাবে জানত।” 

আরও পড়ুন: Rishabh Pant Injury Update: অসুস্থ ঋষভের সঙ্গে দেখা করে সাহস যোগালেন ক্যানসার জয়ী যুবরাজ

আরও পড়ুন: Virat Kohli, IND vs AUS 1st ODI: সচিন, পন্টিংয়ের কোন রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় বিরাট কোহলি

তাঁর ফের প্রতিক্রিয়া, “এই তালিকায় জেমস অ্যান্ডারসন ও ডেইল স্টেইনের নামও আছে। সচিন ও বিরাট দু’জনেই এই এদের বিরুদ্ধে খেলেছে। তবে প্যাট কামিন্স, ট্রেন্ট বোল্ট, শাহিন শাহ আফ্রিদি, ন্যাথান লিও, আদিল রাশিদ, কাগিসো রাবাদারা দারুণ বোলার হলেও, আমাদের প্রজন্মের বোলারদের মতো স্কিল নেই। আর তাই বিরাট কোনওদিন সচিনের ধারেকাছে আসবে না।” 

সচিন ও বিরাটের তুলনার সঙ্গে, বিরাটের সঙ্গে আরও একজনের তুলনা চলে আসছে। তিনি বাবর আজম। পরিসংখ্যানের দিক থেকে বিরাট পাকিস্তানের বর্তমান অধিনায়কের থেকে অনেক এগিয়ে। যদিও সাকলিন কিন্তু নিজের দেশের বাবরকেই এগিয়ে রাখলেন। 

এই প্রসঙ্গে তাঁর দাবি, “বিরাট ও বাবর দুজনের মধ্যে তুলনা করে লাভ নেই। দু’জন ভিন্ন স্তরের ব্যাটার। তবে যদি ব্যাটিং ক্লাসের কথা বলেন তাহলে আমি বাবরকেই এগিয়ে রাখব।” 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *