এরপরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (LOP Suvendu Adhikari) কটাক্ষ করে অপরূপা টুইটে লেখেন, “শুভেন্দু অধিকারী জানত তাঁকে জেলে যেতে হবে। এমনটা হলে দল থেকে তাঁকে বের করে দেওয়া হত। সেই কারণে বিজেপিতে যোগ দিয়ে ‘গুড ডিসিশন’ নিল। টাকাও বেঁচে গেল, জেলেও যেতে হল না। শুধু তাই চুরি করে বিধায়ক হয়ে পুরনো বিজেপি নেতাদের বুড়ো আঙুল দেখিয়ে বিরোধী দলনেতা হয়ে গেল। বাংলার রাজনীতির নতুন নটবরলাল হলেন শুভেন্দু অধিকারী“
পরে ভিডিয়ো বার্তায় আরামবাগের সাংসদ বলেন, “আজকের নটবরলাল কালকে ধরা পড়বেই। তাঁকে নিজের কৃতকর্মের জন্য ধরা পড়তেই হবে। রাজনীতিতে শুভেন্দু অধিকারী নটবরলাল সেটা প্রমাণিত। অধীর চৌধুরীকে যেভাবে শুভেন্দু সাহায্য করল, তা সকলেই দেখেছেন। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেন। টাকা ফেরত দেওয়ার কথা বলে আমি ঠিকই বলেছি।”
অপরূপার এই মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা বিজেপি নেতা ভাস্কর ভট্টাচার্য। তিনি বলেন, “মাননীয় সাংসদের বক্তব্য আমি শুনেছি। ওঁনার বক্তব্যের প্রতিটি ছত্রে একটা ভীতি রয়েছে। এখন সাফাই দিয়ে কোনও লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন তাঁর দলের লোকরা কোথায় কীভাবে টাকা খেয়েছে। তাই এখন মানুষকে বোকা বানানোর চেষ্টা করে কোনও লাভ নেই। আমরাও বলছি বাংলায় নটবরলাল রয়েছে, ভবানীপুর থেকে কালীঘাটের মধ্যেই রয়েছেন। কিন্তু অপরূপাদেবী নাম বলতে পারছেন না।”