Aparupa Poddar : ‘মিস্টার নটবরলাল ধরা পড়বেই’, ইঙ্গিতপূর্ণ টুইট তৃণমূল সাংসদের – trinamool congress mp aparupa poddar slams suvendu adhikari by saying mr natwarlal


West Bengal News: ফের টুইট বাণে দলের একাংশকে নিশানা করলেন হুগলি জেলার আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। যখন নিয়োগ দুর্নীতিতে কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়দের মতো হুগলির নেতারা জেলবন্দি, তখন অপরূপার এই টুইট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। টুইটে নাম না করে তাৎপর্যবার্তা দিয়েছেন তৃণমূল সাংসদ। এমনকী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও ‘মিস্টার নটবরলাল’ বলে কটাক্ষা করেছেন তৃণমূল সাংসদ।

টুইটে অপরূপা লেখেন, “২০১৮-২০১৯ সালে নেতাজি ইন্ডোর ও নজরুল মঞ্চের সভা থেকে দিদি দলের সব নেতা-কর্মীকে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, কেউ টাকা নিয়ে থাকলে ফেরত দিয়ে দিন। তখন যদি আমরা দিদির কথা শুনতাম তবে আজকে এই দিন দেখতে হত না। আমাদের দলের কোনও দোষ নেই। যদি আমি দোষী হই দল আমার পাশে না দাঁড়িয়ে বাইরের রাস্তা দেখিয়ে সেটা আমি জানি।”

এরপরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (LOP Suvendu Adhikari) কটাক্ষ করে অপরূপা টুইটে লেখেন, “শুভেন্দু অধিকারী জানত তাঁকে জেলে যেতে হবে। এমনটা হলে দল থেকে তাঁকে বের করে দেওয়া হত। সেই কারণে বিজেপিতে যোগ দিয়ে ‘গুড ডিসিশন’ নিল। টাকাও বেঁচে গেল, জেলেও যেতে হল না। শুধু তাই চুরি করে বিধায়ক হয়ে পুরনো বিজেপি নেতাদের বুড়ো আঙুল দেখিয়ে বিরোধী দলনেতা হয়ে গেল। বাংলার রাজনীতির নতুন নটবরলাল হলেন শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari : ‘একমাসের মধ্যে ঢুকিয়ে দেব’, বিধানসভায় মন্ত্রীকে হুঁশিয়ারি শুভেন্দুর
পরে ভিডিয়ো বার্তায় আরামবাগের সাংসদ বলেন, “আজকের নটবরলাল কালকে ধরা পড়বেই। তাঁকে নিজের কৃতকর্মের জন্য ধরা পড়তেই হবে। রাজনীতিতে শুভেন্দু অধিকারী নটবরলাল সেটা প্রমাণিত। অধীর চৌধুরীকে যেভাবে শুভেন্দু সাহায্য করল, তা সকলেই দেখেছেন। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেন। টাকা ফেরত দেওয়ার কথা বলে আমি ঠিকই বলেছি।”

Suvendu Adhikari : ফের শুভেন্দু-কুণাল টুইটযুদ্ধ, ‘রাস্তাশ্রী’ প্রকল্প নিয়ে তুঙ্গে তরজা
অপরূপার এই মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা বিজেপি নেতা ভাস্কর ভট্টাচার্য। তিনি বলেন, “মাননীয় সাংসদের বক্তব্য আমি শুনেছি। ওঁনার বক্তব্যের প্রতিটি ছত্রে একটা ভীতি রয়েছে। এখন সাফাই দিয়ে কোনও লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন তাঁর দলের লোকরা কোথায় কীভাবে টাকা খেয়েছে। তাই এখন মানুষকে বোকা বানানোর চেষ্টা করে কোনও লাভ নেই। আমরাও বলছি বাংলায় নটবরলাল রয়েছে, ভবানীপুর থেকে কালীঘাটের মধ্যেই রয়েছেন। কিন্তু অপরূপাদেবী নাম বলতে পারছেন না।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *