Ashoknagar State General Hospital : অশোকনগর হাসপাতালের পরিষেবা নিয়ে ক্ষোভ, সুপারের অপসারণের দাবি বিধায়কের – ashok nagar mla criticise ashokenagar hospital super for bad service


West Bengal News : অশোকনগর স্টেট জেনারেল হাসপাতাল নিয়ে উঠে আসছে একাধিক অভিযোগ। হাসপাতাল সুপারের অপসারণের দাবি জানালেন এলাকার তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। এমনকি দিনের পর দিন হাসপাতালে রোগীর সংখ্যা কমে যাচ্ছে কেন? সে নিয়েও প্রশ্ন তোলেন বিধায়ক।

শুক্রবার জেলাশাসকের দফতরে হাসপাতালের পরিষেবা উন্নয়ন নিয়ে বৈঠকে ক্ষোভের কথা তুলে ধরেন বিধায়ক। অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালের পরিষেবার উন্নয়ন নিয়ে বৈঠকে যোগ দিতে এসে শুক্রবার জেলাশাসকের দফতরে তীব্র ভর্ৎসনার মুখে পড়লেন হাসপাতালের সুপার রামকৃষ্ণ হেমব্রম। জেলাশাসকের সামনেই এদিন পরিষেবা নিয়ে সুপারকে দুষে তাঁর অপসারণ চেয়ে সরব হন স্থানীয় বিধায়ক নারায়ণ গোস্বামী এবং পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার।

Swasthya Sathi Card : চিকিৎসা না করেই স্বাস্থ্যসাথী কার্ড থেকে টাকা তোলার অভিযোগ, আমডাঙার নার্সিংহোমে তুলকালাম
হাসপাতালের পরিষেবা নিয়ে অভিযোগ করে পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার বলেন, “হয় সুপার কাজ করুন, না হলে ছেড়ে দিন। উনি ঠিক মতো কাজ করতে পাচ্ছেন না।” পাশাপাশি, স্থানীয় বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, “সরকারের চেষ্টা থাকলেও এই হাসপাতাল পরিচালন ব্যবস্থায় গাফিলতি রয়েছে। রোগীর সংখ্যা অনেক কমে আসছে।”

অন্যদিকে, হাসপাতালের পরিষেবা খতিয়ে দেখতে জেলাশাসক। সারপ্রাইজ ভিজিট করবেন বলেও জানান বিধায়ক। কোভিড পরবর্তী পরিস্থিতিতে হাসপাতালে রোগীর সংখ্যা ক্রমশ কমে যাওয়ায় সুপারের দিকে আঙুল তুলে এই বিষয়ে ক্ষোভপ্রকাশও করেছেন দু’জনে।

Dakshin Dinajpur News : উদ্বোধন করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী, দেড় বছর পরেও বন্ধ বালুরঘাটের রাত্রিনিবাস
যদিও হাসপাতালের মানোন্নয়ন নিয়ে যাঁর বিরুদ্ধে এত অভিযোগ সেই অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালের সুপার রামকৃষ্ণ হেমব্রম এই বিষয়ে একটি শব্দও উচ্চারণ করেননি। সংবাদমাধ্যমের সামনে বিষয়টি নিয়ে তিনি কোনও মন্তব্য করতেই রাজি হননি। রাজ্যে পালাবদলের পর সরকারি হাসপাতালগুলির মানোন্নয়নের উপর জোর দেয় রাজ্য সরকার।

তবে একাধিক জেলায় বিভিন্ন সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ উঠে এসেছে বিগত কয়েকদিনে। অশোকনগর স্টেট জেনারেল হাসপাতাল নিয়েও এর আগে একাধিক অভিযোগ উঠে এসেছে। যার জেরে রোগীর সংখ্যা কমে যাচ্ছে বলেও মনে করা হচ্ছে। হাসপাতালের মান নিয়ে প্রশ্ন তুলে এদিন সমালোচনা করতে শোনা যায় বিধায়ক নারায়ণ গোস্বামীকে।

Durgapur Sub Divisional Hospital : শৌচালয়ে উদ্ধার রোগীর ঝুলন্ত দেহ, চাঞ্চল্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে
প্রসঙ্গত, বছর খানেক আগেই এক রোগীকে ধাক্কা দেওয়া ও চড় মারার অভিযোগ ওঠে হাসপাতালের এক আয়ার বিরুদ্ধে। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন অশোকনগরের বাসিন্দা ৬২ বছরের গগন দাস। অভিযোগ, রোগী অস্বস্তি বোধ করায় আয়াকে ডাকায়, তিনি প্রথমে ধাক্কা ও পরে রোগীকে চড় মেরে বেডে শুইয়ে দেন। এই ঘটনা হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *