Calcutta High Court On Political Rally : সমাবেশ-মিছিলের অনুমতি নিয়ে নিয়মে বড় বদল, নির্দেশ হাইকোর্টের – calcutta high court laid down specific guidelines for political parties to obtain permission for meetings and processions at bhangar


Bhangar News : রাজনৈতিক দলগুলোর জন্য সভা এবং মিছিলের অনুমতি গ্রহণের জন্য নির্দিষ্ট রূপরেখা বেঁধে দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। শাসকদলের পাশাপাশি বিরোধী দলের সভা বা মিছিলের আয়োজনের অনুমতির ব্যাপারে সাম্যতা বজায় রাখার জন্যে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি মান্থা বলেন, এখন থেকে আর স্থানীয় থানা নয়, রাজনৈতিক কর্মসূচির জন্য পুলিশ সুপার বা কমিশনারেটদের কাছে আবেদন করতে হবে।

Trinamool Congress : অনুমতি ছাড়াই ভাঙড়ে মিছিল, তৃণমূলের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের
সম্প্রতি ভাঙড়ে সিপিএম এবং আইএসএফের সভা এবং মিছিলের আয়োজন করার জন্য পুলিশ অনুমতি দেয়নি এই মর্মে মামলা দায়ের করা হয় হাইকোর্টে। সেই মামলার শুনানিতে এদিন বিচারপতি জানান, এখন থেকে যাবতীয় মিছিলের আবেদন জেলার এসপি বা কমিশনারেটে সিপির অফিসে করতে হবে। এতদিন থানায় করা হতো। অনুমতি দেওয়ার ব্যাপারে পুলিশ কোনও বৈষম্য করবে না সেটা নিশ্চিত করতে হবে।

SFI Protest : ‘রাজ্য সরকার ভয় পেয়েছে…’, দীপ্সিতা সহ একাধিক SFI সমর্থকদের গ্রেফতার নিয়ে মন্তব্য সুজনের
বিচারপতি মান্থার আরও নির্দেশ, কোনও দল কখন আবেদন জমা দিল, তার আলাদা লিখিত রেজিস্ট্রার রাখতে হবে। ক্রমিক সংখ্যা ধরে সেইসব আবেদন বিবেচনা করে অনুমতি দেবে পুলিশ। সভায় বা মিছিলে কতজন যোগ দিতে পারে তার সংখ্যা, কোথায় করতে চায় সেই জায়গা বা মিছিলের রুট জানাতে হবে পুলিশকে।

SFI Protest : হাওড়া-শিয়ালদায় ধুন্ধুমার, বিধানসভা অভিযানের আগেই আটক দীপ্সিতা সহ একাধিক SFI কর্মী
এরপর স্থানীয় থানা নিশ্চিত করবে কোনওভাবে সে সব মিছিল বা সভা নিয়ে কোনও অশান্তি না হয়। বাইরের কোনও লোক গোলমাল না করতে পারে। শব্দবিধি মেনে মাইক বাজবে। সেই আবেদনের রেজিস্টার যাতে অনলাইনে দেখা যায় সেটাও নিশ্চিত করতে হবে জেলাগুলিতে।

HS Exam 2023 : মঙ্গলে উচ্চমাধ্যমিক, বিয়েবাড়িতে তারস্বরে বাজছে DJ! বিক্ষোভ কাঁকসায়
পাশাপাশি, এদিন আরও জানানো হয় যে দল আগে আবেদন করবে, সেই আবেদন আগে বিবেচ্য করা হবে। কোনও আবেদনের ক্ষেত্রে যাতে কোনওরকম পক্ষপাতিত্ব করা না হয়, সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। মিছিল বা সভার অনুমতি গ্রহণের ক্ষেত্রে এই রায় যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং ঐতিহাসিক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Kolkata Traffic Update : উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত বাস-মেট্রো, যানজট সমস্যার সমাধানে হেলপ লাইন
ভাঙড়ে সিপিএমের সভার অনুমতি নিয়ে বিতর্কের জেরে গোটা রাজ্যে যে কোনও দল বা সংগঠনের সভা বা মিছিল করার ক্ষেত্রে বিধি তৈরি করে দিল হাইকোর্ট। অন্যদিকে, ভাঙড়ে সিপিএমের সভা করা নিয়ে জট কাটল। আগামী ২৮ মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই মিছিল না সভার অনুমতি দেওয়া হবে। সেক্ষেত্রে সভা বা মিছিলের জন্য কোনও আপত্তি নেই পুলিশের বলে জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *