Hooghly Accident : ঝড় -বৃষ্টির রাতে পিছল পথে বাইক দুর্ঘটনা হুগলিতে, মৃত যুবক – hooghly accident 1 youth died bike is missing


West Bengal News : ঝড় বৃষ্টির রাতে পিচ্ছিল পথে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হলেন এক বাইক চালক। এই দুর্ঘটনার জেরে তাঁর মৃত্যুও হয়। কিন্তু রহস্য ঘনাচ্ছে এক অন্য জায়গায়। বাইক চালক যুবক মৃত, অথচ রহস্যজনকভাবে নিখোঁজ তার বাইকটি। দূর্ঘটনার ছবি ধরা পড়েছে CCTV ক্যামেরায়। গতকাল বৃহস্পতিবার ঝড় বৃষ্টির রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় হুগলি জেলার উত্তরপাড়া রামহরি দত্ত রোডের বাসিন্দা বছর ৩০-এর শৌণক মোদকের।

Kharagpur Shootout : ফের খড়গপুরে শ্যুট আউট, ব্যাঙ্ক কর্মীকে লক্ষ্য করে চলল গুলি! আতঙ্ক রেল শহরে
রাত সাড়ে দশটা নাগাদ বৃষ্টির মধ্যে দ্রুতগতিতে হিন্দ মোটরের দিক থেকে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন শৌণক। একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে তার বাইকের চাকা পিছলে যায় ও তিনি পড়ে যান। গতি বেশি থাকায় বাইকে আগুনের ফুলকি ছুটে অনেক সামনের দিকে এগিয়ে যায়, সঙ্গে ঘষতে ঘষতে যান শৌনক। CCTV ফুটেজে দেখা যায় যুবক রাস্তা দিয়ে অনেকটা ঘষটে গিয়ে সামনে থেকে আসা একটি ম্যাটাডোর গাড়ির সামনে পড়ে যান।

Second Hooghly Bridge : দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ আইনজীবীর, নেপথ্যে সাংসারিক অশান্তি?
মাথায় আঘাত লাগে তার। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা তাকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান মৃত্যু হয়েছে তাঁর। খবর যায় শৌনকের বাড়িতে। পরিবার সূত্রে জানা গিয়েছে, শৌণক একটি ছোট দোকান চালাতেন। এবং পার্টনারশিপে ছোটখাটো ঠিকাদারী করতেন।

Howrah News : দেওরের মৃত্যু খবরে হার্ট অ্যাটাক বউদির! হাওড়াতে শোকের ছায়া
এদিকে দুর্ঘটনার পর থেকে শৌনকের রয়্যাল এনফিল্ড বুলেটটির কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ এবং তার বাড়ির লোক অনেক খোঁজাখুঁজি করলেও বুলেটটির কোনও খোঁজ পাওয়া যায়নি। দুর্ঘটনার পর বুলেটটি কে বা কারা নিয়ে গেল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। উত্তরপাড়া থানার পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।

Teacher Death Debra : শিক্ষককে পিটিয়ে হত্যার জের, অভিযুক্তদের বাড়িতে ব্যাপক ভাঙচুর গ্রামবাসীদের
মৃত যুবকের মামা রাজকুমার মোদক বলেন, “খুব পরোপোকারী ছেলে ছিল শৌনক। কারও সঙ্গে শত্রুতা ছিল না। দূর্ঘটনার খবর পেয়ে আমরা হাসপাতালে যাই। তারপর গভীর রাতে থানায় যাই। কিন্তু ওর ক্লাসিক মডেলের বুলেটটি পাওয়া যায়নি। অনেক খুঁজেও এখনও মেলেনি”। রাস্তায় শৌণক আহত হওয়ার পর কেউ বা কারা বাইকটি চুরি করে পালিয়ে গিয়েছে, প্রাথিমিক ভাবে পুলিশের সন্দেহ সেইদিকেই।

Higher Secondary Examination : টিউশন পড়তে গিয়ে নিখোঁজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, দুশ্চিন্তায় পরিবার
আবার এই দুর্ঘটনা ও সেই সঙ্গে বাইক চুরি – দুটি ঘটনা একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে কিনা, ও পূর্ব পরিকল্পিত কিনা, তা নিয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ। এই এলাকার ও আশেপাশের এলাকার বাইক চোরদের মধ্যেও এই বিষয়ে খোঁজ করা হচ্ছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *