Jaundice Symptoms : জন্ডিসের বাড়বাড়ন্ত বালির একাধিক ওয়ার্ডে, জলের নমুনা পরীক্ষার আশ্বাস পুরসভার – jaundice spread panic at various at bally municipality


West Bengal News : জন্ডিসের প্রকোপ থেকে আতঙ্ক ছড়াল বালি এলাকায়। বালি পুরসভা এলাকার ৯ এবং ১১ নম্বর ওয়ার্ডে বেশ কিছুদিন ধরেই জন্ডিসের প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে বলে দাবি স্থানীয়দের। এলাকায় প্রতিনিধি পাঠাচ্ছে পুরসভা। করা হবে জলের নমুনা পরীক্ষাও।

স্থানীয় সূত্রে খবর, বালি পুরসভার ৯ এবং ১১ নং ওয়ার্ডে বেশ কিছুদিন ধরেই জন্ডিসে আক্রান্ত হচ্ছে বাসিন্দারা। আক্রান্ত শিশু থেকে বয়স্ক মানুষ। অসুস্থতার কারণে বেশ কিছু বাসিন্দা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Trinamool Congress : আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে বার বার! পানিহাটির তৃণমূল নেতাকে নিয়ে কড়া সিদ্ধান্ত দলের
উদ্বেগে রয়েছে ওয়ার্ডের বাসিন্দারা। বিষয়টি নজরে এসেছে পুরসভার। এলাকায় জলের নমুনা পরীক্ষা করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরসভার তরফে। শুক্রবার CPIM এর বালি ও লিলুয়া লোকাল কমিটির পক্ষ থেকে বালি পুরসভায় বিষয়টি নিয়ে ডেপুটেশন দেওয়া হয়।

কমিটির সদস্য সমীরণ চট্টোপাধ্যায় জানান, বালি পুরসভার দুটি ওয়ার্ডে কমপক্ষে বাহাত্তর জন নাগরিক জন্ডিসে আক্রান্ত। এদের মধ্যে বেশ কিছু শিশুরাও রয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। এছাড়া আশেপাশের ওয়ার্ডেও বেশ কয়েকজন জন্ডিসে আক্রান্ত হচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

HS Exam 2023 : মঙ্গলে উচ্চমাধ্যমিক, বিয়েবাড়িতে তারস্বরে বাজছে DJ! বিক্ষোভ কাঁকসায়
সমীরণ চট্টোপাধ্যায়ের অভিযোগ, বালি পুর এলাকায় পানীয় জল খাবার উপযুক্ত নয়। সে কারণেই একাধিক মানুষের জন্ডিস হচ্ছে। জন্ডিস নিয়ে আতঙ্ক সাধারণ মানুষও। ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চৈতালী দাস জানান, তাঁদের পরিবারের তিনজন আক্রান্ত। ফলে উদ্বেগ বাড়ছে।

আরেক বাসিন্দা বলেন, “এলাকায় একের পর এক মানুষ জন্ডিসে আক্রান্ত হচ্ছে। আমরা যথেষ্ট আতংকের মধ্যে আছি। পুরসভার বিষয়টি নজরে রাখা উচিত।”
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই এলাকার একাধিক বাসিন্দার বমি ভাব, পেট খারাপ, অনিয়মিত প্রস্রাব সহ একাধিক উপশম দেখা দিয়েছে।

চিকিৎসকদের দিয়ে পরীক্ষা করার পর জানা যাচ্ছে, অধিকাংশ ব্যক্তির জন্ডিস হয়েছে। একটি পরিবারে একাধিক ব্যক্তি এই রোগে আক্রান্ত হচ্ছেন বলে জানান এলাকাবাসীরা। শুক্রবার মোট ৭২ জন জন্ডিস আক্রান্ত ব্যক্তিদের তালিকা CPIM-র প্রতিনিধি দলের তরফে পুরসভার হাতে তুলে দেওয়া হয়।

West Bengal Local News : পুকুরে বিষ দিয়ে মাছ সহ ১৮ টি হাঁস মেরে ফেলার অভিযোগ, শোরগোল বালিতে
বিষয়টি নিয়ে বালি পুরসভার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবব্রত পাল জানান, অভিযোগ পাওয়ার পর যুদ্ধকালীন তৎপরতায় ব্যবস্থা নেওয়া হয়েছে। KMDA-কে জলের নমুনা পরীক্ষা করতে বলা হয়েছে। এলাকায় পুরসভার স্বাস্থ্য দফতরের প্রতিনিধি পাঠানো হয়েছে।

পুরো বিষয়টি নজরে রাখা হচ্ছে বলে জানিয়েছে পুরসভা। হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর সুত্রে জানানো হয়েছে যে, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *