জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: সবাই জানে ক্রিকেট ঘোর অনিশ্চয়তার খেলা। তবে তাই বলে ৩৯ রানে ৪ উইকেট চলে যাওয়ার পরেও ম্যাচ জেতা যায়! চোখে আঙুল দিয়ে সেই কঠিন কাজটাই করে দেখিয়ে দিলেন কে এল রাহুল (KL Rahul) ও রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। একজনকে ক্ষেত্রে ‘পান থেকে চুন খসলেই’ ট্রোল হতে হয়। আর একজন চোট সারিয়ে পাঁচ মাস পরে মাঠে ফিরে বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2023) সেরার খেতাব পেয়েছিলেন। টিম ইন্ডিয়ার (Team India) এহেন দুই তারকার ব্যাটের উপর ভর করে পাঁচ উইকেটে অস্ট্রেলিয়াকে (Australia) প্রথম দিনের ম্যাচ জিতে নিল ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। দলের স্বার্থে ওপেন করা ছেড়ে দিয়েছেন। টিম কম্বিনেশন বজায় রাখতে উইকেটকিপার হিসেবে নিজেকে তুলে ধরতেই পিছপা করেননি। তবুও রান না পেলেই তাঁকে সহ্য করতে হয়েছে অনেক সমালোচনা। এহেন কে এল রাহুল ৮৬ বলে ৭০ রানে অপরাজিত রইলেন। মারলেন ৭টি চার ও ১টি ছক্কা। জাদেজা ৬৩ বলে ৩৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ফলে ৩৮ ওভারে পাঁচ উইকেটে ১৭৬ রান তুলে ম্যাচ জিতে গেল টিম ইন্ডিয়া। সিরিজের দ্বিতীয় ম্যাচ ১৯ মার্চ আয়োজিত হবে।
মিচেল মার্শের জন্য একটা সময় মনে হচ্ছিল অস্ট্রেলিয়া বড় রান স্কোরবোর্ডে তুলে দেবে। কিন্তু বোলারদের জন্য দারুণ কামব্যাক করে ভারত। যদিও ব্যাটাররা কিন্তু একেবারেই লড়াই করতে পারেনি। দ্বিতীয় ওভারেই মার্কাস স্টোইনিসের বলে অহেতুক মারতে গিয়ে আউট হন ঈশান কিশান (৩)। এরপর ধাক্কার আরও বাকি ছিল। পঞ্চম ওভারের বিরাট কোহলিকে (৪) লেগ বিফোর করে ভারতকে দ্বিতীয় ধাক্কা দেন মিচেল স্টার্ক। মাত্র ১৬ রানে ২ উইকেট হারিয়ে তখন চাপে ভারতীয় দল। এরপর দ্রুত ফিরলেন শুভমন গিল (২০) ও সূর্য কুমার যাদব। টি-টোয়েন্টি ফরম্যাটে বিশেষ ভাবে নজর কাড়লেও, ৫০ ওভারের ক্রিকেটে একেবারেই নিজেকে মেলে ধরতে পারেননি ‘স্কাই’। এবার খালি হাতে ফিরলেন। মাত্র ৩৯ রানে ৪ উইকেট হারিয়ে তখন একেবারে ব্যাকফুটে চলে যায় টিম ইন্ডিয়া।
— BCCI (@BCCI) March 17, 2023
দলের হার যখন প্রায় নিশ্চিত, ঠিক তখন কে এল রাহুলের সঙ্গে পালটা লড়াই শুরু করে দেন হার্দিক। লক্ষ্য কম ছিল। দু’জন ইতিবাচক মানসিকতা নিয়ে খেলে স্কোরকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। পঞ্চম উইকেটে দুই তারকা মূল্যবান ৪৪ রান যোগ করেন। তবে এরপরেই ছন্দ পতন। স্টোইনিস আবার হাতে বলে নিতেই চলে গেলেন হার্দিক। ক্যামেরুন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে ৩১ বলে ২৫ রানে ফিরে যান স্টপগ্যাপ অধিনায়ক। ভারতের স্কোরবোর্ডে তখন ৮৩ রানে ৫ উইকেট দেখাচ্ছে।
আরও পড়ুন: Rohit Sharma: রোহিতের এমন মেজাজ দেখে চমকে উঠল ক্রিকেট দুনিয়া! ভিডিয়ো হল ভাইরাল
ঠিক এমন জায়গা থেকে ফের রুখে দাঁড়ান জাদেজাকে নিয়ে রুখে দাঁড়ালেন কে এল রাহুল। গত ১২ জানুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলেছিলেন। ইডেন গার্ডেন্সে তাঁর অপরাজিত ইনিংসের জন্যই ভারত সেই ম্যাচ জিতেছিল। আর এবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ত্রাতার ভূমিকায় হাজির হলেন। জবাব দিলেন সেই সব নেটিজেনদের। যারা সুযোগ পেলেই তাঁকে ট্রোল করতেন। অবশ্য তাঁর সঙ্গে ছিলেন লড়াকু জাদেজা। ষষ্ঠ উইকেটে তাঁদের অবিচ্ছেদ্য ১০৮ রানের পার্টনারশিপের জন্যই বাকি রান চেজ করে জেতা আরও সহজ হয়ে যায়।
— BCCI (@BCCI) March 17, 2023
প্রথম ম্যাচেই দুরন্ত বোলিং করল ভারতীয় বোলাররা। রোহিত শর্মার (Rohit Sharma) অনুপস্থিতিতে নেতৃত্ব দিতে নেমে বোলার বদল থেকে ফিল্ডিং বদল সবেতেই প্রশংসা কুড়িয়ে নিলেন হার্দিক। বল হাতে ৩টি করে উইকেট নিলেন মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ। দুই জোরে বোলারের আগুনে জোরে বোলিংয়ের জন্য মাত্র ১৮৮ রানে শেষ হয়ে যায় অজিদের ইনিংস।
টস জিতে এদিন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হার্দিক। প্রথম থেকেই ভারতীয় পেস বোলারদের দাপটের সামনে মাথা নোয়ানো শুরু করেন অজি ব্যাটাররা। একমাত্র মিচেল মার্শ ছাড়া আর কেউই বড় রান পাননি। প্রথমেই হেডের উইকেট হারায় অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ শুরুটা ভালো করেও ২২ রানে আউট হন। তাঁকে ফেরান হার্দিক। ১৫ রান করেন মার্নাস লাবুশেন। জস ইংলিশ ২৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ক্যামেরন গ্রিন ১২ রান করেন ও গ্লেন ম্যাক্সওয়েল ৮ রান করে আউট হন। লোয়ার অর্ডারে কেউই সেভাবে রান না পাওয়ায় ১৮৮ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ৬ ওভারে ১৭ রান করে ৩ উইকেট নিয়েছিলেন শামি। সিরাজ নেন ২৯ রানে ২ উইকেট। এরপর লো স্কোর চেজ করতে নেমে টপ অর্ডার ধসে গেলেও, ম্যাচ জিতিয়ে দলের মান বাঁচালেন কে এল রাহুল ও স্যর জাদেজা।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)