Mamata Banerjee Bikash Bhattacharya : মমতা-মন্তব্যে অবমাননা? দেখবে কোর্ট – bikash bhattacharya filed an affidavit on the charge of contempt


এই সময়: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে হলফনামা দাখিল করলেন বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। বৃহস্পতিবার দুপুরে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হলফনামা জমা দেন তিনি। তবে এটিকে স্বতঃপ্রণোদিত মামলা হিসেবে গ্রহণ করা হবে কিনা, সে বিষয়ে হলফনামা পড়ে পরে বিবেচনা করবে হাইকোর্ট।

Mamata Banerjee Bikash Bhattacharya : মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ! মামলার আবেদন বিকাশ ভট্টাচার্যের
স্কুলে নিয়োগ-দুর্নীতি মামলায় বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশরঞ্জন নিয়োগ বিষয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে স্বতঃপ্রণোদিত ফৌজদারি আদালত অবমাননার মামলা হিসেবে দেখারই আবেদন করেন কোর্টে। সকালে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তাঁকে মামলা দায়ের করার পরামর্শ দেয়। কিন্তু দুপুরে বিকাশ জানান, তিনি মামলা দায়ের করতে চান না।

Sanjay Basu Advocate : রক্ষাকবচ চেয়ে মামলা আইনজীবীর
তাঁর যুক্তি, যদি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার ফৌজদারি মামলা দায়ের করতে চান, সে ক্ষেত্রে বিধি অনুযায়ী রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের অনুমোদন প্রয়োজন। তিনি নিশ্চিত যে অ্যাডভোকেট জেনারেলের পক্ষে অনুমতি দেওয়া সম্ভব নয়। তাই তিনি চান আদালত যেন স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। কারণ, এই ক্ষমতা আদালতের রয়েছে।

Mamata Banerjee Bikash Bhattacharya : এজলাসে মুখ্যমন্ত্রী প্রতিপক্ষ হলে কী করবেন? বিকাশ ভট্টাচার্য বললেন…
গত মঙ্গলবার আলিপুর আদালতে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তব্যের একটি অংশ আদালত অবমাননার সামিল বলে অভিযোগ বিকাশরঞ্জনের। অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় সে দিন বলেছেন, ‘প্রধান বিচারপতি এখানে নেই, আমি সুব্রতদাকে (বিচারপতি সুব্রত তালুকদার) বলব, যিনি এখানে আছেন, এটা আমার ব্যক্তিগত মত, দয়া করে এত সহজে চাকরি কেড়ে নেবেন না।’

Manik Bhattacharya : স্কুল থেকে কলেজের অধ্যক্ষ, গেরোয় মানিক
বক্তব্যের এই অংশ-সহ একাধিক অংশ নিয়েই অভিযোগ করা হয় আদালতে। ঘটনাচক্রে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্কুলে বেআইনি নিয়োগপ্রাপ্তদের একাংশের চাকরি যাওয়ায় পরে চ্যালেঞ্জ মামলায় সিঙ্গল বেঞ্চের রায়ে সায় দিয়েছিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চই। গ্রুপ-সি, গ্রুপ-ডি, প্রাথমিক, নবম-দশম–স্কুলে নিয়োগ সংক্রান্ত সব মামলাই বিচারপতি তালুকদারের ডিভিশন বেঞ্চে বিচারাধীন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *