Mamata Banerjee News : অর্থ দফতর পরিদর্শনে মুখ্যমন্ত্রী – mamata banerjee visits finance department


এই সময়: পাঁচ-ছ’তলার পর এ বার মুখ্যমন্ত্রী পৌঁছে গেলেন নবান্নর তেরোতলায়। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের পর বৃহস্পতিবার অর্থ দপ্তর পরিদর্শন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন বেলা ১২টা ২০ নাগাদ নবান্নে পা রেখে মুখ্যমন্ত্রী লিফটে উঠে চলে যান তেরোতলায়। এখানেই মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র, অর্থসচিব মনোজ পন্থ-সহ অর্থ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা বসেন।

Mamata Banerjee Latest News : নবান্নে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরে আচমকা হাজির মুখ্যমন্ত্রী, কর্মীদের কী বললেন তিনি?
রয়েছে দপ্তরের গুরুত্বপূর্ণ শাখা ইন্টিগ্রেটেড ফিনান্স ম্যানেজমেন্ট সিস্টেম (আইএফএমএস)। যদিও গোটা অর্থ দপ্তর ছড়িয়ে নবান্নর এগারো, বারো ও তেরোতলা জুড়ে। লিফট থেকে বেরিয়েই মুখ্যমন্ত্রী চলে যান অর্থসচিবের ঘরে। পিএ-র টেবিলের সামনে কিছু ফাইল পড়ে থাকতে দেখে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, ‘এগুলো এ ভাবে পড়ে কেন?’

Mamata Banerjee : গরহাজির বিধায়ক-তালিকা তৈরির নির্দেশ মমতার
অর্থসচিবের পিএ বলেন, ‘ম্যাডাম, ফাইলগুলো ছাড়া হয়েছে। ডেসপ্যাচের জন্যে রাখা। পিওন নিয়ে যাবে।’ এই কথাবার্তার মধ্যেই নিজের ঘর থেকে বেরিয়ে আসেন অর্থসচিব। মুখ্যমন্ত্রীকে নিয়ে তাঁর ঘরে পৌঁছন। মিনিট কয়েকের মধ্যেই কথা সেরে মুখ্যমন্ত্রী বেরিয়ে আসেন। চলে যান ১২০৪ নম্বর ঘরে। এখানেই আইএফএমএস বিভাগ। সব কর্মীই অবশ্য ততক্ষণে সেখানে উপস্থিত।

Rasta Shree project : ‘রাস্তাশ্রী’ প্রকল্পে রাজ্যে ১২ হাজার কিমি রাস্তা নির্মাণ, ২৮ মার্চ উদ্বোধন মুখ্যমন্ত্রীর
পুরোদমে কাজ চলছে দেখে প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। মিনিট কয়েক তিনি ছিলেন তেরোতলায়। কয়েকজন কর্মীর সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী জানতে চান, কাজ কেমন হচ্ছে? তার পর তিনি রওনা দেন নিজের ঘরের দিকে। এর আগে বুধবার নবান্ন পরিদর্শনে স্বরাষ্ট্র দপ্তরে কর্মীদের হাজিরা সন্তুষ্ট করতে পারেনি মুখ্যমন্ত্রীকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *