North 24 Parganas News : শিল্পীর তুলির আঁচড়ে গাছ হয়ে উঠেছে আস্ত ক্যানভাস! হাবড়ার সঞ্জয়কে চেনেন? – north 24 parganas habra sanjay sarkar painted on tree to save enviroment


West Bengal News : প্রকৃতির কোলে বেড়ে ওঠা গাছ, আর সেই গাছই যেন হয়ে উঠেছে একজন শিল্পীর ক্যানভাস। হাবড়ার বানিপুর এলাকার শিল্পী সঞ্জয় সরকারের হাতের ছোঁয়ায় গাছগুলি যেন এক অন্য রূপ লাভ করেছে। চারপাশে যখন চলছে গাছ নিধন, সেই জায়গায় দাঁড়িয়ে শিল্পীর বার্তা গাছ বাঁচানোর। পরিবেশের নানা সৃষ্টি তিনি ফুটিয়ে তুলেছেন গাছের উপর। গাছেই স্থান পেয়েছে পশু পাখি বিড়াল থেকে দেব দেবীর মূর্তিও।

Paschim Medinipur News : বাড়িতেই দুষ্প্রাপ্য হলুদ শিমুল গাছ, দত্তক নিল কেশপুরের স্কুল
গাছের একবারে সামনে দাঁড়ালে দেখে মনে হতে পারে রং-এর আঁকিবুকি। কিন্তু একটু দূরে গেলেই বোঝা যাবে গাছগুলিতে ফুটে উঠেছে নিখুঁত হাতের আঁকায় পশুপাখি আরও কত কি। উঁকি দিচ্ছে গাছ এমন ছবিও দেখা যাচ্ছে বানিপুর এলাকার বি আর আম্বেদকর স্পোর্টস স্কুলের সামনে। আর এখন গাছের গায়ে আঁকা এই 3D ছবি দেখতেই ভিড় জমছে ওই এলাকায়।

Trending News: গাছ থেকে বেরচ্ছে রক্ত! জোর শোরগোল জলপাইগুড়িতে
নতুন প্রজন্মের তরুণ তরুনীরা গিয়ে সেলফিও তুলছেন গাছের পাশে দাঁড়িয়ে। তার জেরেই খুশি শিল্পীও। গাছকে ভালোবাসুক সকলে সেই বার্তাই যেন তুলে ধরতে চান এই শিল্প সৃষ্টির মধ্যে দিয়ে। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে এই গাছের ছবি।

Haldia News: বোঝাই করা শিল্পের ঝুড়ি, সরকারি সাহায্যের প্রত্যাশী বাংলার বীরাপ্পান
বানিপুর বসন্ত উৎসব কমিটির উদ্যোগে এক অনুষ্ঠানে, অনুষ্ঠানস্থল সাজাতে গিয়েই এই ধরনের গাছের গায়ে প্রকৃতির রক্ষার বার্তা তুলে ধরার চিন্তাভাবনা মাথায় আসে শিল্পীর। তারপর থেকেই এলাকার নানা গাছে এভাবেই স্প্রে রং ব্যবহার করে এঁকে চলেছেন একের পর এক নানা ছবি। এলাকাবাসীরাও এখন চাইছেন দীর্ঘদিন ঝকঝকে থাকুক গাছের গায়ে সঞ্জয় সরকারের এই শিল্প সৃষ্টি।

Eco Park : মাত্র ২০ টাকাতেই ইকো পার্ক ভ্রমণ, কলকাতার অদূরে এই ডেস্টিনেশনের হদিশ জানেন?
এই বিষয়ে শিল্পী সঞ্জয় সরকার বলেন, “এই স্প্রে রং সাধারণত বাড়ি বা পাড়ার যে কোনও দেওয়ালে ব্যবহার করা হয়। অনেকেই তা করে থাকেন। আমি একদিন পরিকল্পনা করেই গাছের গায়ে করে দেখলাম যে কেমন লাগে। করার পরে দেখলাম খারাপ লাগছে না। তারপর থেকেই শুরু। আর থামিনি”।

Durgapur News : সখী শালিক, অঙ্কিতা-মিঠুর ভাব ভালোবাসায় মুগ্ধ শিবপুর
ওই শিল্পী আরও বলেন, “আমরা সবাই জানি একটি গাছ একটি প্রাণ। কিন্তু দুর্ভাগ্যের কথা এটাই যে বেশিরভাগ মানুষ এই কথা আর মানছেন না, দেদার গাছ কেটে চলেছেন। আমার এই প্রচেষ্টার মাধ্যমে যদি সেই সব মানুষের মধ্যে অল্প হলেও গাছ যে কি মূল্যবান সেকথা বোঝাতে পাড়ি, তাহলেই আমার এই কাজ সফলতা লাভ করবে”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *