Sukanta Majumdar : ‘বর ছাড়া বিয়ে হয় নাকি?’ বিরোধী জোটের মুখ নিয়ে অখিলেশকে কটাক্ষ সুকান্তর – sukanta majumdar mocks akhilesh yadav statement on upcoming general election


West Begal News : কালীঘাটে অখিলেশ-মমতা বৈঠকে উঠে এসেছে অবিজপি, অকংগ্রেসী জোটের কথা। তবে আগামী লোকসভা নির্বাচনে BJP-র বিরুদ্ধে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে নির্দিষ্ট কোনও নাম নিয়ে অনিশ্চয়তা রয়েছে বিরোধী জোটে। সেই সুযোগকেই কাজে লাগাতে তৎপর BJP নেতৃত্ব। এদিনের বৈঠককে কটাক্ষ করে BJP রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্য, “বর ছাড়া বিয়ে হয় নাকি ?”

অবিজপি, অকংগ্রেসী জোটের ক্ষেত্রে প্রধানমন্ত্রী পদপ্রার্থী বেছে নেওয়ার বিষয়টি সর্বদলীয় মতের উপরেই নির্ভর করছে বলে আগেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতা বিমানবন্দরে নেমে অখিলেশও জানান বিষয়টি “আমরা সবাই মিলে বসে ঠিক করব।”

Suvendu Adhikari : ‘নিজের ঘর গুছিয়ে রাখুন…’, মমতা-অখিলেশ সাক্ষাতে কটাক্ষ শুভেন্দুর
এখানেই সুকান্ত মজুমদারের কটাক্ষ, “বর ছাড়া বিয়ে হয় নাকি? যেরকম বিয়েতে বর দরকার, সেরকম প্রধানমন্ত্রী পদপ্রার্থী ও দরকার। একদিকে নরেন্দ্র মোদির মত প্রধানমন্ত্রী আর অপরদিকে যদি মুখই না থাকে, তাহলে মুখ ছাড়া ভূত হয়ে ঘুরে বেড়াবে।”

আগামী বছর লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এদিন কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সপা প্রধান। তার আগে একাধিক রাজ্যে CBI, ED-র মতো কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে কটাক্ষ করতে শোনা যায় সপা প্রধানকে।

অখিলেশ বলেন, “বাংলায়, বিহারে, তেলেঙ্গানায়, অন্ধ্রপ্রদেশে, তামিলনাড়ুতে, উত্তরপ্রদেশে বিরোধী দলের নেতাদের উপর প্রায়শই মিথ্যা মামলা দিয়ে দেওয়া হচ্ছে। এমনকী উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির উপরেই সবথেকে বেশি ED-CBI লেলিয়ে দেওয়া হয়েছে।” BJP ‘ভ্যাকসিন’ নিলেই কেন্দ্রীয় এজেন্সির হাত থেকে বাঁচা যাবে বলে মন্তব্য করেন অখিলেশ।

Akhilesh Yadav : ‘ভয় পেয়েই CBI-ED পাঠায় BJP’, কলকাতায় নেমেই কটাক্ষ অখিলেশের
কেন্দ্রীয় এজেন্সিকে অখিলেশ যাদবের কটাক্ষের বিষয়টি নিয়েও সমালোচনা করেন BJP রাজ্য সভাপতি। সুকান্ত বলেন, “অখিলেশ যাদব কি ভ্যাকসিনের কথা বলেছেন সেটা জানা নেই, কিন্তু ওনার দেহে যে ভ্যাকসিনটা ঘুরে বেড়াচ্ছে যার জন্য উনাকে করোনা ধরছে না সেটা মোদির দেওয়া ফ্রিতে।”

অন্যদিকে, শুক্রবার কালীঘাটে দলীয় নেতৃত্বেদের নিয়ে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো। সম্প্রতি সাগরদিঘি নির্বাচনের তৃণমূলের হারের কারণ নিয়ে কাঁটাছেঁড়া হয় এদিনের বৈঠকে। সংখ্যালঘু ভোট তৃণমূলের থেকে সরে যায়নি বলে এদিনের বৈঠকে উল্লেখ করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর এই মনোভাব নিয়েও সমালোচনা করেন BJP রাজ্য সভাপতি।

Mamata Banerjee : পুরী যাচ্ছেন মমতা, জগন্নাথধামে পুজো দেবেন বাংলার মুখ্যমন্ত্রী
সাগরদিঘি নিয়ে তৃণমূলের পর্যালোচনার তত্ত্বকে সমালোচনা করে সুকান্ত বলেন, “অঙ্কের হিসেবে যেটা দেখা যাচ্ছে, তাহলে অন্য কিছু হয়েছে হয়তো। বাংলাদেশ থেকে এসে ভোটাররা হয়তো ভোট দিয়ে গেছেন, মুখ্যমন্ত্রীই বলতে পারবেন।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *