TMC Conflict : কোর কমিটিতে ঠাঁই হয়নি, প্রকাশ্যেই ক্ষোভ উগড়ে দিচ্ছন শাসক নেতারা! – dakshin dinajpur tmc conflict after announcing core committee


Dakshin Dinajpur News : আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূলের পক্ষ থেকে নির্বাচনী কনডাক্ট কোর কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা তৃণমূলের তরফ থেকে এই কমিটি ঘোষণা হতেই জেলা জুড়ে শুরু হয়েছে দলের ভেতরে কোন্দল। তৃণমূল নেতৃত্বের একাংশ, যাঁরা কমিটিতে স্থান পাননি তাঁরা এই নিয়ে সোশাল মিডিয়াতে সরব হয়েছেন। এদিকে পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় কোন্দল সামনে আসায় কিছুটা অস্বস্তিতে পড়তে হয়েছে জেলা তৃণমূল কংগ্রেসকে।

Sukanta Majumdar : লক্ষ্য পঞ্চায়েত ভোট, বুথ মজবুত করার কর্মসূচি শুরু সুকান্তর
প্রসঙ্গত, দুয়ারে পঞ্চায়েত নির্বাচন। তার আগে সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্ব। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জেলার আটটি ব্লকে নটি সাংগঠনিক নির্বাচনী কনডাক্ট কোর কমিটি ঘোষণা করা হয়েছে৷ এই কমিটি ঘোষণা হতেই তৃণমূলের অন্দরে বাড়ছে কোন্দল।

Udayan Guha : ‘এমন সংগঠন তৈরি করতে হবে বিরোধীরা প্রার্থী খুঁজে পাবে না’, বার্তা উদয়নের
সূত্রের খবর, রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী তথা হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্রর যেসব অনুগামী বা ঘনিষ্ঠ রয়েছেন তাদের নাম বাদ গিয়েছে কমিটি থেকে৷ মূলত, বিপ্লব বিপরীতপন্থী যারা তারাই এই কমিটিতে রয়েছে৷ এমনকি কোনও জেলা কমিটি ঘোষণা করা হয়নি৷ অথচ জেলা কমিটির পোস্ট উল্লেখ করা হয়েছে। যা নিয়েই সরব হয়েছেন মন্ত্রী ঘনিষ্ঠরা৷

Birbhum TMC : অনুব্রত-দাওয়াই ব্যাকডেটেড, পঞ্চায়েতে কি কাজল-ফোড়ন?
জেলা তৃণমূলের তরফ থেকে জানা গেছে, তৃণমূলের তরফ থেকে অনেক দিন আগে এক ব্যক্তি এক পদ ঘোষণা করা হয়েছে। সেই জায়গা থেকে যারা কোনও দায়িত্ব রয়েছেন তাদেরকে দলীয় অন্য কোনও পদ দেওয়া হয়নি। এমনকি দলীয় সূত্রে আরও জানা গিয়েছে, বিগত দিনে যারা তৃণমূল ছেড়ে BJP-তে গিয়েছিল এবং বর্তমানে তারা আবার তৃণমূলে ফিরে এসেছে তাদের তো কোনও পদ দেওয়া হচ্ছে না।

Bankura BJP : ‘তোলাবাজরা এলে ঝাঁটাপেটা করে তাড়িয়ে দিন…’, নিদান বাঁকুড়ার বিজেপি বিধায়কের
এই নিয়ে বিপ্লব মিত্র ঘনিষ্ঠ তথা দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মফিজউদ্দিন মিঁয়া বলেন, “এই কমিটি বসগিরি করে তৈরি করা হয়েছে৷ আমরা চেয়েছিলাম সকলের সঙ্গে আলোচনা করেই এই কমিটি গঠন করার৷ কিন্তু এই ক্ষেত্রে কিছুই করা হয়নি। তবে এই কমিটির নেতৃত্বে পঞ্চায়েত নির্বাচনে ভাল ফল হবে আসা করছি। আগামী দিনে দল কোনও দায়িত্ব দিলে পরে সেই দায়িত্ব পালন করব”।

Kuntal Ghosh Shantanu Banerjee: দুর্নীতির দায় আর বয়ে বেড়ানো নয়! তৃণমূল থেকে বহিষ্কৃত কুন্তল-শান্তনু
এই নিয়ে BJP-র জেলা সভাপতি স্বরূপ চৌধুরী কটাক্ষ করেছেন। তিনি বলেন, “যদিও এটা তৃণমূলের অভ্যন্তরীণ ব্যাপার৷ এই বিষয়ে বিশেষ কিছু বলার নেই৷ তবুও তৃণমূল দলের কোনও অনুশাসন ও নিয়ম শৃঙ্খলা কিছুই নেই৷ সেই জন্য নতুন কমিটি ঘোষণা হতেই সোশ্যাল মিডিয়ায় অনেকে নানা রকম পোস্ট করছেন”।

Snehasis Chakraborty on DA Hike : ‘আড়াই গুন বেতন বেড়েছে, কোনও ডিএ বকেয়া নেই’, মন্তব্য পরিবহণমন্ত্রীর
যদিও এই বিষয়ে জেলা তৃণমূল সভাপতি মৃণাল সরকার বলেন, “আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ব্লক স্তরে এই কমিটি গঠন করা হয়েছে। গত ১১ তারিখ দলীয় বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে কমিটিতে নবীনরাও আছে, তেমনি প্রবীণরাও রয়েছে”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *