নিয়োগ দুর্নীতি কাণ্ডে আগেই শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গ্রেফতারির পর শান্তনুর বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ মিলেছিল। এবার শান্তনুর ব্যান্ডেলের বাড়িতে পৌঁছলেন ইডি। নিবেদিতা পার্কের এই বাড়ি স্ত্রীর নামে কেনেন তৃণমূল যুব নেতা। ২৮ লাখে বাড়ি কিনে ৭০ লাখে বিক্রির চেষ্টা করছিলেন শান্তনু। কালো টাকা সাদা করতেই কি পরিকল্পনা? খবর ইডি সূত্রে। এদিন জিরাটে শান্তনুর গেস্ট হাউসেও কেন্দ্রীয় তদন্তকারীরা। তালা ভেঙে ঢোকে তদন্তকারী দল। এখানে যাতায়াত ছিল বেশ কয়েকজন প্রভাবশালীর।
Source link
