হামেশাই মুম্বই বিমানবন্দরে দেখা যায় বলি তারকাদের। নানান কাজে তাঁদের মাঝে মধ্যেই এদিকওদিক যেতে হয়। সপ্তাহান্তে মুম্বই বিমানবন্দরে নজর কাড়লেন এক ঝাঁক তারকা। তামান্না ভাটিয়া (Tamanna Bhatia) থেকে শুরু করে মহিমা চৌধুরী, শিল্পা শেঠি (Shilpa Shetty) এবং বাণী কাপুরকে (Vaani Kapoor) এদিন দেখা গিয়েছে বিমানবন্দরে। কেমন ছিল বলি তারকাদের এয়ারপোর্ট লুক চলুন দেখেনি এক নজরে।