Calcutta High Court : এসএসসি-র সেই ১৭ ধারা চ্যালেঞ্জ – challenging the school service commission act the hearing of the petition started in the calcutta high court


স্কুল সার্ভিস কমিশনের আইনকে চ্যালেঞ্জ জানিয়ে আর্জির শুনানি শুরু হলো হাইকোর্টে।

 

Calcutta High Court
হাইকোর্ট

হাইলাইটস

  • নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের মামলায় স্কুল সার্ভিস কমিশনের আইনকেই চ্যালেঞ্জ করে নতুন আর্জির শুনানি শুরু হলো হাইকোর্টে।
  • স্কুল সার্ভিস কমিশনের আইনের ১৭ নম্বর ধারা অবৈধ দাবি করে এই মামলা দায়ের হয়েছে।
  • এই ১৭ ধারা প্রয়োগ করেই ৬১৮ জন কর্মরত শিক্ষকের নিয়োগের সুপারিশপত্র প্রত্যাহার করেছে কমিশন।
এই সময়: নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের মামলায় স্কুল সার্ভিস কমিশনের আইনকেই চ্যালেঞ্জ করে নতুন আর্জির শুনানি শুরু হলো হাইকোর্টে। স্কুল সার্ভিস কমিশনের আইনের ১৭ নম্বর ধারা অবৈধ দাবি করে এই মামলা দায়ের হয়েছে। এই ১৭ ধারা প্রয়োগ করেই ৬১৮ জন কর্মরত শিক্ষকের নিয়োগের সুপারিশপত্র প্রত্যাহার করেছে কমিশন। বিচারপতি বিশ্বজিৎ বসু এ দিন নির্দেশ দেন, রাজ্য, স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ-সহ সব পক্ষ হলফনামা আদান-প্রদান করবে।

Calcutta High Court : ‘প্রয়োজনে সব নিয়োগ খারিজ করে দেব’, হাইকোর্টে চরম ভর্ৎসনার মুখে SSC
আগামী ৩ এপ্রিলের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ওই দিনই মামলার পরবর্তী শুনানি হবে। এই ১৭ নম্বর ধারায় কোনও চাকরিপ্রার্থীর সুপারিশ বাতিল করার ক্ষমতা রয়েছে কমিশনের। এই ধারা অনুযায়ী, চাকরিপ্রার্থীর তথ্যে বা কমিশনের কোনও ত্রুটিতে সুপারিশপত্র দেওয়ার ক্ষেত্রে যদি কোনও ভুল হয়, তা হলে যে কোনও সময়ে নিয়োগের সেই সুপারিশপত্র প্রত্যাহার করতে পারে কমিশন। এ ভাবে যে কোনও সময়ে একতরফা ভাবে সুপারিশ প্রত্যাহারে কমিশনের এক্তিয়ার নিয়ে বহু দিনই প্রশ্ন উঠছিল।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *