Cow Smuggling Case: বাবা লন্ড্রি চালান, ধার করে দিল্লি গিয়েছেন অনুব্রতর রাঁধুনি! – anubrata mondal cook bijay rajak father claims that his son has been framed in cow smuggling case


ঋতভাষ চট্টোপাধ্যায়, এই সময় ডিজিটাল এক্সক্লুসিভ
অনুব্রত মণ্ডলের রাঁধুনি তিনি। কেষ্টর ছবিও তুলে দিতেন এবং সোশাল মিডিয়ায় পোস্ট করতেন। সেই বিজয় রজক কোটি কোটি টাকার মালিক? গোরু পাচার মামলায় তাঁকে তলব করে ED। শুক্রবারই তিনি হাজিরা দিয়েছিলেন দিল্লিতে ED-র দফতরে। রাঁধুনির অ্যাকাউন্টে কী ভাবে এল কোটি কোটি টাকা? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

যদিও বিজয় রজকের বসত বাড়িতে গিয়ে দেখা গেল অন্য চিত্র। তাঁর প্রবীণ বাবা এখনও লন্ড্রি চালান। মা গৃহবধূ। তাঁদের দাবি, ছেলে কোনও অনৈতিক কাজের সঙ্গে যুক্ত নয়। তাঁকে ফাঁসানো হচ্ছে।

Cow Smuggling Case: কোটি টাকার মালিক কেষ্টর রাঁধুনি? ED-র কাছে হাজিরা বিজয়ের
বোলপুরের হাটতলার বাসিন্দা বিজয়। পাড়ায় ‘শান্ত শিষ্ট’ ছেলে হিসেবেই পরিচিত ছিলেন তিনি। বিজয় রজকের বাবা মদনলাল রজক এলাকায় একটি লন্ড্রির দোকান চালান। তাঁর অভিযোগ, “পার্টি অফিসের কেউ বিজয়কে ফাঁসানোর চেষ্টা করছে। আমাদের গাড়ি, টাকা কিছু নেই। আজ থেকে ২০ বছর আগে আমি বাড়ির একতলাটা তৈরি করেছিলাম। বিজয় লকডাউনের সময় এক বছরেরও বেশি সময় বেতন পায়নি। একসঙ্গে সেই বেতন পেয়ে ও দোতলাটা করছিল।”

Anubrata Mondal

লন্ড্রি চালান বিজয় রজকের বাবা

Anubrata Mondal News: ২৬ লাখ টাকার লটারি বিজেতার থেকে টিকিট কেনেন অনুব্রত? বীরভূমের রাজমিস্ত্রিকে দিল্লি তলব ED-র
বিজয়ের বসত বাড়ির একাংশ থেকে খসে পড়ছে পলেস্তারা। মধ্যবিত্ত ছাপোষা বাড়ি। অনুব্রতর সেই রাঁধুনিরই ব্যাঙ্কে কোটি কোটি টাকা? বিজয়ের মা বলেন, “আমার ছেলেকে ফাঁসানো হয়েছে। পার্টির লোকেরা ছেলেকে বাড়ি ও বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা দেবে বলে ওর আধার কার্ড , পাসপোর্ট ফটো নিয়ে গিয়েছিল। ওরাই ওর ভুয়ো অ্যাকাউন্ট খুলেছে কিনা কে জানে!”

দিল্লি যাওয়ার জন্য বিমান টিকিট কিনতে এবং খরচ জোগাতে শ্যালকের থেকে ২৩ হাজার টাকা ধার করেছেন তিনি, দাবি বিজয়ের পরিবারের। তাঁর বাবা বলেন, “আমি জানতাম ছেলে অনুব্রত মণ্ডলের বাড়ি যায় তাঁকে ব্যায়াম করাতে। এর বেশি কিছু জানি না। ED তলব করার পর আমরা অবাক। কিন্তু, গোপন করার তো কিছু নেই! শুক্রবারই ওকে হাজিরা দিতে হত। তাই শ্যালকের থেকে ও ধার করেছে।”

Anubrata Mondol News: রাতে চলছে অক্সিজেন, ED হেফাজতে অসুস্থ অনুব্রত মণ্ডল
সংবাদ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে, কোটি কোটি টাকার মালিক অনুব্রত মণ্ডলের রাঁধুনি বিজয় রজক। এই যাবতীয় দাবির বিরুদ্ধে ফুঁসে উঠলেন বিজয়ের মা পার্বতী রজক। তিনি বলেন, “ওর বাবা দীর্ঘদিন ধরে লোকের জামা কেচে, ইস্ত্রি করে সংসার টানছে। আমাদের দেখলেই বুঝতে পারবেন যে অভাব সংসারের নিত্যসঙ্গী। ED তদন্ত করুক। আমাদের গোপন করার কিছুই নেই।”

উল্লেখ্য, বীরভূমের একটি সরকারি কলেজে অশিক্ষক কর্মী হিসেবে গত চার বছর কাজ করেছেন বিজয়। ২০১২ সাল থেকে অনুব্রত মণ্ডলের বাড়িতে রান্নার কাজ করতেন বিজয়, সূত্রের খবর এমনটাই।

Cattle Smuggling Case: তালিকায় তৃণমূল বিধায়ক সহ চর্চিত ব্রেকফাস্ট টেবিলের সদস্যরা! গোরু পাচারে ম্যারাথন জেরার পরিকল্পনায় ইডি
এদিকে তাঁকে ক্লিনচিট দিয়েছেন প্রতিবেশীরা। বিজয়ের প্রতিবেশী আদিত্য খটিক বলেন, “ওর মধ্যে কখনও অহংকার দেখিনি। ওর বাবার আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। কী ভাবে ওর নাম গোরু পাচারকাণ্ডে উঠে আসছে বুঝতে পারছি না।” অন্যদিকে, বিজয়ের প্রতিবেশী মিরা খটিক বলেন, “বিজয়কে আমরা ছোট থেকে দেখেছি। আজও ওর ব্যবহারে কোন পরিবর্তন হয়নি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *