Higher Secondary Examination 2023 : গোরুর গুঁতোয় জখম উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, হাসপাতালেই পরীক্ষা – higher secondary candidate got injured by cow butt then gave examination


Alipurduar News : রাজ্যে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষা চলাকালীন রাজ্যের নানান জায়গা থেকে আসছে নানান খবর। সব ঘটনাবহুল খবরের মাঝে আলিপুরদুয়ার থেকে পাওয়া গেল অদ্ভুত খবর। শনিবার সকাল ৯ টা নাগাদ আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের পানাবস্তি এলাকায় গোরুর সিংয়ের গুঁতোয় মারাত্মক ভাবে জখম হল এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী।

High Secondary Exam 2023 : পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে উলটে গেল টোটো, হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা আহত ছাত্রীর
জানা গিয়েছে, এদিন সকালে কালচিনি হিন্দি হাই স্কুলের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী প্রভাত পিঠাপোতি তার পরীক্ষা কেন্দ্র লতাবাড়ি হাই স্কুলে উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে রওনা হয়। এদিন সকালে প্রভাত নিজের বাড়ি থেকে বেরোয়। ওই সময় হঠাৎ একটি গোরু পিছন দিক থেকে এসে প্রভাতকে সজোরে গুঁতো মারে।

Higher Secondary Examination 2023 : উচ্চ মাধ্যমিকের প্রথম দিনেই ভুল সেন্টারে পরীক্ষার্থী, তারপর…
তৎক্ষণাৎ প্রভাত ছিটকে মাটিতে পড়ে যায় এবং মারাত্মক ভাবে জখম হয়। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা আহত প্রভাত’কে উদ্ধার করে লতাবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসেন। স্বাস্থ্যকেন্দ্রে প্রভাতের চিকিৎসা শুরু হয়। খবর জানাজানি হতেই লতা বাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রভাতের পরীক্ষার ব্যবস্থা শুরু করে প্রশাসন।

Higher Secondary Exam 2023 : পরীক্ষা দিতে যাওয়ার পথে বাইক দুর্ঘটনা, আহত ৪ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী
জানা গিয়েছে, শারীরিক পরিস্থিতি একটু উন্নতি হলে প্রভাত চিকিৎসা চলাকালীন বাড়ির পাশের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বসেই তার রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা দিতে শুরু করে। প্রথাগত পদ্ধতিতে সম্পূর্ণ নিরাপত্তা এবং প্রশাসনিক তত্ত্বাবধায়কের উপস্থিতিতেই পরীক্ষার ব্যবস্থা করা হয়।

Higher Secondary Exam 2023 : ভুল করে নিজের স্কুলেই চলে গেল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, তারপর…
এই বিষয়ে আক্রান্ত পরীক্ষার্থী প্রভাতের মা বলেন, “আজ সকালে ৯টা নাগাদ প্রভাত বাড়ি থেকে বের হয় পরীক্ষা দিতে যাওয়ার জন্য। বেশি দূরেও যায়নি, হঠাৎ একটা গোরু এসে পিশন থেকে ওকে ধাক্কা মেরে ফেলে দেয়। কেন জানিনা গোরুটি যথেষ্ট মারমুখী ছিল। ভাগ্যিস সামনেই কিছু লোক ছিল। তারা গোরুটিকে তাড়া মেরে তাড়িয়ে দেয়। নাহলে প্রভাত পড়ে যাওয়ার পরেও আবার গুঁতোতে আসছিল”।

Alipurduar News : প্রাতঃভ্রমণে বেরিয়ে বিপত্তি, আলিপুরদুয়ারে বাইসনের সামনে পড়লেন মহিলা! তারপর…
এই ঘটনার খবর পেয়েই বাড়ি থেকে ছুটে আসেন প্রভাতের পরিবারের লোকেরা। স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গিয়েছে, আজ এখানে বসে প্রভাত পরীক্ষা দিলেও সে এখনও পর্যন্ত পুরো সুস্থ নয়। তাঁর পিঠ ও কোমরে ভালোরকম আঘাত লেগেছে। তাই পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পড়ে তাঁকে বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। ঘটনার গুরুত্বের কথা মাথায় রেখে প্রভাতকে কোনও হাসপাতালেও পাঠানো হতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *