Howrah Latest News : সফরসঙ্গী ২ মেয়ে, সাইকেলে চেপে প্লাস্টিক মুক্ত ভারত গড়ার বার্তা অনিলের – daman diu man visits all over india by cycle to increase awareness plastic free india


West Bengal News : সাইকেল নিয়ে দেশ ভ্রমণের শখ। তার সঙ্গে জনসাধারণকে স্বচ্ছ ভারত সরকার গড়া সম্পর্কে সচেতন করা। এই দুই মনোবাসনা নিয়ে পথে নেমেছে অনিল চৌহান। সঙ্গী তাঁর ছোট্ট দুই কন্যা শ্রেয়া ও ইপি। ভ্রমণ পথের মাঝেই শুক্রবার হাওড়া জেলার উলুবেড়িয়া এসে পৌঁছেছেন অনিল। বাংলার মাটিতেও স্বচ্ছতার বার্তা দিয়ে গেলেন তিনি।

B Tech Pani Puri Wali : বাইকে করে দিল্লির রাস্তায় ঘুরে ঘুরে ফুচকা বিক্রি, বি-টেক পাশ তাপসীর ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায়
নিজের সাইকেলে করেই দেশ ভ্রমণে বেরিয়েছেন দমন দিউ এর বাসিন্দা অনিল চৌহান। তবে শুধু দেশ ঘুরে দেখাই নয়, পাশাপাশি প্লাস্টিক মুক্ত ভারত গড়ার বার্তা দিচ্ছে অনিল। তবে অনিল একা নয়। তাঁর সঙ্গে এই দেশ ভ্রমণে তাঁর সফর সঙ্গী হয়েছে নিজের দুই শিশু কন্যা। জানা গিয়েছে, অনিল উচ্চ মাধ্যমিক পড়ার সময় তাঁদের বিদ্যালয়ে স্বচ্ছ ভারত অভিযান নিয়ে সচেতন করা হয়। এমনকি এই সচেতনতা অভিযানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্য ছাত্রদের সঙ্গে অনিল চৌহান ও যাওয়ার আমন্ত্রন পায়।

Natu Natu Song : ‘না ফেকো ফেকো’, বন্দে ভারতে পাথর ছোড়া রুখতে ‘নাটু নাটু’-র দ্বারস্থ রেল
সেই কর্মসচীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজের হাতে মাটি থেকে প্লাস্টিক তুলে পরিষ্কার করতে দেখে অনিল। সেখানেই অনুপ্রেরণা পান অনিল। তারপরেই প্লাস্টিক মুক্ত ভারত গড়ার বার্তা দেশের সর্বত্র ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেইমত গত বছরের ১লা জানুয়ারি সাইকেলে দেশ ভ্রমণের উদ্দ্যেশে বাড়ি থেকে বেরিয়ে পড়ে অনিল চৌহান। সঙ্গে নেয় ৫ বছরের মেয়ে শ্রেয়া ও ৮ বছরের মেয়ে ইপি।

তারপর থেকেই একের পর এক রাজ্য সাইকেলে ভ্রমণ করে যাচ্ছে অনিল চৌহান। বৃহস্পতিবার অনিল উলুবেড়িয়ার উপর দিয়ে মুম্বাই-এর উদ্দ্যেশে যাচ্ছিলেন। কথা প্রসঙ্গে অনিল জানান, এক শ্রেণির মানুষের যথেচ্ছ প্লাস্টিক ব্যবহার ভবিষতের অশনি সংকেত বয়ে আনছে। মানুষকে এই ব্যাপারে সচেতন করার লক্ষ্যে আমি ও আমার মেয়েরা দেশ ভ্রমণে বেরিয়েছি। মানুষকে প্লাস্টিক ব্যবহার বন্ধ করার ব্যাপারেই বার্তা দিয়ে যাচ্ছেন তিনি।

Howrah News : দেওরের মৃত্যু খবরে হার্ট অ্যাটাক বউদির! হাওড়াতে শোকের ছায়া
অনিল জানান, স্ত্রীর মৃত্যু হওয়ার কারণে দুই মেয়েকে দেখার কেউ নেই। সেই কারণে ওদের সঙ্গে নিয়েছি। অনিল জানায়, ইতিমধ্যে গুজরাট, পাঞ্জাব, হিমাচলপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খন্ড, বিহার সহ একাধিক রাজ্য ঘোরা হয়েছে। সুদীর্ঘ এই যাত্রা এখনও পর্যন্ত কোনওরকম সমস্যার সম্মুখীন তাঁকে হতে হয়নি। অনেকেই তাঁকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তবে সকলকে আমি প্লাস্টিক ব্যবহার না করার অনুরোধ করেছি। আগামী দিনে ভারত ঘুরে এই বার্তা তিনি পৌঁছে দেবেন বলে জানিয়ে গেলেন অনিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *