কী জানাচ্ছে হাওয়া অফিস?
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এই মুহূর্তে একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে রাজস্থান থেকে বিহার পর্যন্ত। অপর একটি অক্ষরেখা রয়েছে উত্তর দক্ষিণ বিহার থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত। এ ছাড়া একটি ঘূর্ণাবর্ত রয়েছে ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের উপরে। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প। এর ফলে শনিবার সন্ধ্যায় কালবৈশাখী হওয়ার প্রবণতা বাড়ছে।
কোন কোন জেলায় বৃষ্টি?
ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের সব জায়গাতেই বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ ঝড় বৃষ্টি হবে শনি এবং রবিবার। ২৪ ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা হয়েছে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম। বিশেষ করে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে রবিবারও। সোমবারও দুর্যোগের পরিস্থিতি থাকবে বঙ্গে। সোমবার সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন সব জায়গাতেই হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হবে। মালদা এবং দুই দিনাজপুর ও জলপাইগুড়িতে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা। মালদা, দুই দিনাজপুর কোচবিহার ও আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রবি ও সোমবার।
কবে থেকে আকাশ পরিষ্কার হবে?
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২২ তারিখ থেকে ধীরে ধীরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমতে শুরু করবে। উত্তরবঙ্গেও ২২ তারিখের পরে আবহাওয়ার পরিবর্তন হবে। দক্ষিণবঙ্গে ২১ তারিখ থেকে ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে আকাশ।