Kolkata Traffic Update : পথে অতিরিক্ত বাস, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মুশকিল আসানে ট্রাফিকের হেল্পলাইন – kolkata traffic update on the day of higher secondary examination including helpline number


শনিবার উচ্চ মাধ্যমিকের চতুর্থ পরীক্ষা। এদিকে সকাল থেকেই মুখ ভার আকাশের। কোনওভাবেই যাতে পড়ুয়াদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে কোনও অসুবিধা না হয় সে কারণে তৎপর পুলিশ। পাশাপাশি কোনও সমস্যায় পড়লে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং তাঁদের পরিবাররা হেলপলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন।

এদিন সকাল ১০টা থেকে শুরু হবে বায়োলজি পরীক্ষা। এই বিষয়টি মাথায় রেখেই শনিবার শহর কলকাতায় কোনও মিটিং, মিছিলের অনুমতি দেওয়া হয়নি। যে কোনও ধরনের জমায়েতের উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। কলকাতা ট্রাফিক কন্ট্রোল রুমের তরফে সকাল ৮টা ৩০ মিনিটে আপডেট, এদিন শহরে কোথাও যানজটের সমস্যা নেই।

Kolkata Traffic Update : উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত বাস-মেট্রো, যানজট সমস্যার সমাধানে হেলপ লাইন
সমস্ত রাস্তায় মোটের উপর সচল। কোনও দুর্ঘটনা ঘটেনি। একইসঙ্গে রাস্তায় যদি কোনও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সমস্যার মুখোমুখি হন সেক্ষেত্রে তাঁরা এবং তাঁদের পরিবার ট্রাফিক কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারেন। এই ১০৭৩, ১০০, ১১০, ১০৯০ নম্বরগুলিতে যোগাযোগ করে চাওয়া যাবে সাহায্য।

উল্লেখযোগ্যভাবে রাজ্যের ১৫টি রুটে উচ্চ মাধ্যমিকের কথা বিবেচনা করে অতিরিক্ত বাস নামানো হয়েছে। কোনওভাবেই সেই বাসগুলি নিয়ে সমস্যা তৈরি না হয় সেজন্য সেগুলিতে স্পেশাল বোর্ড লাগানো থাকবে। একইসঙ্গে মেট্রো পরিষেবার ক্ষেত্রেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে অতিরিক্ত মেট্রো চালানোর কথা ঘোষণা করা হয়েছে।

Kolkata Traffic Update : সকাল থেকেই ‘জ্যাম যন্ত্রণা’! উচ্চ মাধ্যমিকের তৃতীয় দিনে কোন কোন রাস্তায় যানজটের আশঙ্কা?
২৭ মার্চ, উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিন পর্যন্ত অতিরিক্ত মেট্রো চলাচল করবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে। পাশাপাশি দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধানও কমানো হয়েছে বিস্তর। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশাপাশি একাদশ শ্রেণির ছাত্রছাত্রীরাও এই মেট্রোর সুবিধা পেতে চলেছে।

লোকাল ট্রেনের পরিষেবার ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষা চলাকালীন কিছু ট্রেনের স্টপেজ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে যাতে পরীক্ষার্থীদের কোনও সমস্যা না হয় সেই জন্যই এই পদক্ষেপ বলে জানানো হয়।

HS Exam 2023 : যানজট এড়াতে উচ্চ মাধ্য়মিক পড়ুয়াদের জন্য ট্রাফিক হেল্পলাইন, অতিরিক্ত বাস-মেট্রোও
এদিকে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মেটাল ডিটেকটরের মাধ্যমে পরীক্ষা করে তবেই পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। একইসঙ্গে রয়েছে CCTV-র কড়া নজরদারি। প্রতিটি পরীক্ষাকেন্দ্রকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলির বাইরে সুরক্ষায় মোতায়েন পুলিশ। একইসঙ্গে রাস্তাঘাটেও যাতে যানচলাচল স্বাভাবিক থাকে তা নিশ্চিৎ করতে তৎপর রাজ্য পুলিশ। প্রসঙ্গত, চলতি বছর প্রায় সাড়ে আট লাখের বেশি পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *