Nadia News: ‘ও গো একটু মদ খাও’! প্রেমিকের জন্য স্বামীর পানীয়ে ঘাস মারা বিষ মেশালেন স্ত্রী? তারপর – nadia house wife allegedly poisoned his husband to extra marital affairs


West Bengal Local News বিবাহ বর্হিভূত সম্পর্কের জের! মদের সঙ্গে স্বামীকে ঘাস মারার কীটনাশক খাইয়ে প্রাণে মারার চেষ্টা করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। বর্তমানে হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে স্বামী।

ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের বেলঘরিয়ার ভাটাপাড়ায়। আক্রান্ত ব্যক্তি ছোট্টু সর্দারের পরিবারের অভিযোগ, গত সোমবার বিকেলের দিকে স্ত্রী ফোন করে ছোট্টুকে শান্তিপুর আরবান্দি কালীতলায় তাঁর দিদির বাড়িতে ডাকেন। সেই মোতাবেক তিনি সেখানে যান। রাত্রি সাড়ে আটটা নাগাদ ছোট্টুর পরিবারের কাছে খবর আসে তাঁদের বাড়ির ছেলের শরীর খুব খারাপ, জ্বালা করছে গলা-বুক।

Delhi News : চাকরি করতে চাওয়াই কাল! পুত্রবধূকে ইটের আঘাত শ্বশুরের
তড়িঘড়ি তাঁকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ছোট্টুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা তাঁকে কল্যাণী জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করেন। ছোট্টুর পরিবারের দাবি, প্রথমে তাঁদের ছেলের রক্ত ওঠে। এরপরেই বিষয়টি নিয়ে তাঁদের সন্দেহ হয়। বর্তমানে হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।

তাঁর মা মা মায়া সর্দারের অভিযোগ, ছোট্টুর স্ত্রী সংসার করতে চান না। তাই স্বামীকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে মদের সঙ্গে ঘাস মারার বিষ খাইয়ে খুন করার চেষ্টা করেছে। অন্যদিকে, ছোট্টুর বউদি মাধবী সর্দারের অভিযোগ, “আমার দেওরের স্ত্রীর বিবাহ বর্হিভূত সম্পর্ক রয়েছে। আর সেই সম্পর্ক টিকিয়ে রাখতেই ও ছোট্টুকে ঘাস মারা বিষ খাইয়ে প্রাণে মারার চেষ্টা করেছিল।”

West Bengal Latest News: ছেলের সংসার বাঁচাতে বউমার প্রেমিকের বাড়িতে যৌথ অভিযান ২ পরিবারের, গ্রেফতার ১৯
কয়েক বছর আগে স্ত্রী নমিতার সঙ্গে দেখাশোনা করেই বিবাহ হয় ছোট্টু সর্দারের। দিনমজুরের কাজ করে সংসার চালান তিনি। তাঁদের সংসারে নিত্য অশান্তি লেগেই থাকত। পরিবারের সদস্যদের অভিযোগ, নমিতা অন্য সম্পর্কে লিপ্ত ছিল। তাই ছোট্টুকে বোনের বাড়ি ডেকে নিয়ে যায়। সেখানে মদের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেন তিনি, উঠেছে এই অভিযোগও।

ঘটনায় শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ছোট্টুর পরিবার। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ। এদিকে গোটা বিষয়টি নিয়ে নমিতার তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, এই যাবতীয় দাবি ভিত্তিহীন।

Dakshin 24 Pargana : বাড়ি ভাড়া নিয়ে অন্য মহিলার সঙ্গে লিভ ইন! বাধা পেয়ে স্ত্রীকে খুনের অভিযোগ
তাঁদের সংসারে অশান্তি হত ছোট্টুর জন্যই এবং এর জন্য নমিতা কোনওভাবেই দায়ী নয়, এমনটাই দাবি তাঁদের। পাশাপাশি ছোট্টুর পরিবারের বিরুদ্ধেও একগুচ্ছ অভিযোগ এনেছেন তাঁরা। এদিকে গোটা ঘটনায় অভিযোগের উপর ভিত্তি করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *