Purba Bardhaman : গোডাউনের পরিত্যক্ত জিনিস দিয়ে অপরূপ শিল্প! বিদ্যুত দফতরের দেওয়াল দেখে চোখ জুড়িয়ে যাবে – bardhaman electricity department decorated with godown trash


বিদ্যুৎ দফতরের গোডাউনে পড়ে থাকা বাতিল জিনিসপত্র দিয়ে তৈরি চমৎকার শিল্পকর্ম নজর কেড়েছে সকলের। অপরূপ শিল্পকর্মে বর্ধমানের বিদ্যুৎ দফতর সেজে উঠেছে। শিল্পের মাধ্যমে প্রযুক্তির প্রসারেও কিভাবে প্রকৃতিকে রক্ষা করা যাবে ফাঁকা দেওয়ালে সেই বার্তাই দেওয়া হয়েছে। প্রায় একমাসেরও বেশি সময় ধরে বর্ধমান শহরের পাওয়ার হাউস পাড়ায় বিদ্যুৎ দফতরের অফিসে এই কাজ চলছে। চলতি সপ্তাহে কাজ শেষ হলেই বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস এর উদ্বোধন করবেন বলে দফতর সূত্রে জানা গিয়েছে।

বিদ্যুৎদপ্তরের অফিসে গিয়ে দেখা গেল দীর্ঘদিন ধরে ফাঁকা অবস্থায় পড়ে থাকা দেওয়ালে গাঢ় নীল রঙের প্রলেপ পড়েছে। দেওয়াল জুড়ে গোরুর গাড়ির চাকা, মিটার বক্স, ড্রাম, তামার তার ইত্যাদি নিয়ে তৈরি হয়েছে নিপণ শিল্পকর্ম। বীরভূমের শান্তিনিকেতনের শিল্পী ঝুলন মেহতরী দেওয়ালে এই শিল্পকলা ফুটিয়ে তোলার দায়িত্বে রয়েছেন।

Shantanu Banerjee: মাসে একদিন সই করেই পুরো মাইনে! বাবার ‘দাক্ষিণ্যে’ মেলা চাকরিতেও ‘রোয়াব’ শান্তনুর
জানা গিয়েছে বিদ্যুৎ দফতরের দেওয়াল আর পাঁচটা সরকারি অফিসের মতোই ফাঁকা ছিল। গোডাউনে থানা পরিত্যক্ত জিনিস ব্যবহার করে দেওয়াল সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। বিদ্যুৎ দফতরের আধিকারিক রাজু মণ্ডল, সন্দীপ মাঝি সহ অন্যান্যরা পরিত্যক্ত জিনিস দিয়ে শিল্পকর্ম তৈরির পরিকল্পনা করেন। যেমন ভাবনা, তেমন কাজ। ডাক পড়ে শিল্পীর।

তাঁর মতে, “গোডাউনে কিছু পরিত্যক্ত জিনিসপত্র ছিল। এখানকার আধিকারিকরা সেইগুলি দিয়ে দোকান সাজানোর পরিকল্পনা করেন। বিষয়টি নিয়ে কিছু শিল্পকর্ম ফুটিয়ে তোলার কথা চিন্তা করেন। সেই ভাবনা থেকেই ডাক আসে আমার কাছে। সেই থেকেই প্রায় একমাস ধরে এই কাজ করছি।”

WBSEDCL Customer Care : দুর্যোগের পূর্বাভাসে ছুটি বাতিল, কারেন্ট অফ হলে কোন নম্বরে ফোন করবেন?
তাঁর কথায়, “বহু আগে গোরুর গাড়ি করে বিদ্যুৎ দফতরের জিনিসপত্র আনা হত। সেই চাকা কিছু ছিল গোডাউনে। সেটাই প্রথম আমাদের হাতে আসে। সেই চাকা লোহার বেড়ি পড়িয়ে রঙ করে সাজানো হয়। চাকা দিয়ে সভ্যতার প্রগতিকে দেখানো হয়েছে। পাশাপাশি, বাতিল মিটার, ড্রাম, থালা বাটি, পাখা, সাইকেলের চেন তামার তার দিয়ে বিভিন্ন মুর্তি এবং মডেলটি তৈরি করা হয়েছে।” শিল্পী জানিয়েছেন, দেওয়ালে চিত্র এবং স্তাপত্যের মেলবন্ধন হয়েছে। যাঁর পোশাকি নাম গ্রাফিটি ইন্সটলেশন।

Kolkata Weather: পয়লা চৈত্রেই বছরের প্রথম কালবৈশাখী? শিলাবৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে
বর্ধমান বিদ্যুৎ বিভাগের সেক্টর একের আধিকারিক বলেন, “একদিকে যেমন ফাঁকা দেওয়ালে শিল্পকর্ম ফুটিয়ে দফতরের মানোন্নয়ন হল পাশাপাশি পরিত্যক্ত জিনিসপত্র দিয়েও যে শিল্প সৃষ্টি হয় সেটাও দেখানো গেল। একইসঙ্গে দেওয়াল থেকে প্রকৃতিকে রক্ষার করার বার্তাও পৌঁছে দেওয়া গেল মানুষের মধ্যে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *