Rainfall Forecast : রবিবার ১০ রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা, কবে বদলাবে আবহাওয়া? – west bengal 10 districts may witness heavy rainfall in in sunday


West Bengal Weather Update কয়েকদিন ধরেই মুখ ভার আবহাওয়ার। জেলায় জেলায় বৃষ্টিপাত। কলকাতাতেও ঝেঁপে নেমেছে বৃষ্টি। সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া? কী বলছে হাওয়া অফিস? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্যের ১০ থেকে ১১ জেলায়। রবি এবং সোমবার একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

Weather Forecast : কালই কলকাতায় ঝেঁপে বৃষ্টি? সপ্তাহান্তে দুর্যোগ বাড়ার পূর্বাভাস
কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার কলকাতার আকাশ থাকবে মেঘলা। সঙ্গে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল অর্থাৎ শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৮ ডিগ্রি কম এবং শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি সেলসিয়াস।

এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৭৩ শতাংশ। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের জেরে তাপমাত্রা একধাক্কায় কমেছে অনেকটাই।

Rainfall Forecast : ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া! ছুটির দিনে কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ মেঘলা। হচ্ছে ঝড়-বৃষ্টি। ফলে ভ্যাপসা গরমের থেকে সামান্য মুক্তি পাওয়া সম্ভব হয়েছে। শনি এবং রবিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান-দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Kolkata Weather : ধেয়ে আসছে কালবৈশাখী, ৪৮ ঘণ্টায় কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা
কবে দক্ষিণবঙ্গে হাওয়া বদল?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার থেকেই ফের বদলাবে আবহাওয়ার মতি-গতি। আকাশ পরিষ্কার হবে এবং বৃষ্টিপাতও কমবে। মঙ্গলবার থেকে তাপমাত্রা সামান্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রেও বিশেষ বদলের সম্ভাবনা নেই। এদিন জেলাগুলিতে বইতে পারে হালকা ঝোড়ো হাওয়া। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার,কোচবিহার ও জলপাইগুড়ি এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাপমাত্রার বিশেষ বদলের কোনও সম্ভাবনা নেই।

Kalbaisakhi In Kolkata : মরশুমের প্রথম কালবৈশাখী স্বস্তি ফেরাল বঙ্গে, কতদিন চলবে ঝড়-বৃষ্টি?
একনজরে দেশের আবহাওয়া?
দেশেও একাধিক জায়গায় বৃ্ষ্টিপাত হচ্ছে। শনিবার সকালে বৃষ্টি হয়েছে দিল্লি এবং নয়ডাতে। ২০ মার্চ পর্যন্ত দিল্লিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একইসঙঅগে কানপুর, লখনউতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২০ মার্চ পর্যন্ত একাধিক রাজ্যে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। তামিলনাডুতেও হলে পারে বৃষ্টিপাত এমনটাই জানাচ্ছে মৌসম ভবন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *