Saokat Molla : ‘খুন হতে পারি’, আশঙ্কায় পুলিশের দ্বারস্থ শওকত মোল্লা – saokat molla filed case suspected to be murdered


South 24 Parganas News : ভাঙড় বিধানসভার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক হওয়ার পর থেকে সংবাদমাধ্যমের শিরোনামে রয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা (Saokat Molla)। এবার তিনি অভিযোগ করেছেন যে তাঁকে নাকি ‘খুন’ করা হতে পারে। আর এই অভিযোগ তুলেই তিনি উঠে এসেছেন রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দুতে। ‘খুন হয়ে যেতে পারি’, এই আশঙ্কা প্রকাশ করে এবার কাশিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। শুক্রবার রাতে কাশিপুর থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

TMC Joining : ভাঙড়ে ISF-এ ভাঙন, স্লোগানে ‘চোর চোর’ খোঁচা দেওয়া শওকতের হাত ধরেই দলবদল শতাধিক কর্মীর
তিনজনের নামে অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে। অভিযোগ শওকত মোল্লা ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক হওয়ার পর ISF বিধায়ক নওশাদ সিদ্দিকির উস্কানিতে কিছু সমাজবিরোধী তাঁকে হুমকি দিচ্ছেন। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে সরাসরি শওকত মোল্লাকে বস্তা বন্দি করে খালের ওপারে ফেলে দেওয়ার কথা বলা হচ্ছে। যা নিয়ে আশঙ্কিত হয়েছেন শওকত।

Saokat Molla : ফোন করে পীরজাদাকে হুমকি, শওকতের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
এই মর্মে কাশিপুর থানায় লিখিত অভিযোগ করেন তিনি। তিনি বলেন, “একটি ভিডিয়ো ফুটেজে দেখলাম কয়েকজন ISF কর্মী বলছে, শওকত মোল্লা ভাঙড়ে এলে তাঁকে বস্তাবন্দি করে খালে ফেলে দেওয়া হবে। আমার মনে হয় ISF বিধায়ক নওশাদ সিদ্দিকির প্ররোচনাতেই প্রকাশ্যে এই ধরনের খুনের হুমকি দেওয়া হচ্ছে। আমি যে কোনও সময় এসব সমাজ বিরোধীদের হাতে খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করছি। পুলিশের কাছে আমার আবেদন এই ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে যথোপযুক্ত শাস্তি দেওয়া হোক”।

Trinamool Congress : অনুমতি ছাড়াই ভাঙড়ে মিছিল, তৃণমূলের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের
তিনি আরও বলেন, “ভাঙড়ে আমি পর্যবেক্ষক হয়ে আসার পর থেকেই ISF-এর সমাজ বিরোধীরা হতাশাগ্রস্ত। কারন বিগত দু’বছর ধরে এরা ভাঙড়ের তৃণমূল কর্মীদের ওপর অনেক অত্যাচার করেছে। এখন আর সেটা পারছে না। এরা চূড়ান্তভাবে একটা সাম্প্রদায়িক দল। পুলিশকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে”। যদিও এই ভিডিও ফুটেজ ঘটনায় ISF কর্মীদের জড়িত থাকার বিষয়টি সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন ভাঙড়ের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি।

Saokat Molla : ফুরফুরায় শওকতকে দেখে ‘চোর’ স্লোগান, ক্ষুব্ধ বিধায়ক দায় চাপালেন নওশাদের ঘাড়ে
এই বিষয়ে তিনি বলেন, “এই সমস্ত ঘটনায় আমাদের ISF-এর কোনও কর্মী বা সমর্থক জড়িত নন। এগুলো আর কিছু না, প্রচার পাওয়ার সস্তা উপায়। আমরা হিংসার পথে যাইনা, সেটা তৃণমূল করে। আমরা রাজনৈতিক লড়াইয়েই বিশ্বাসী। আর উনি যা বলছেন, এমন কিছু হয়ে থাকলে পুলিশ নিরপেক্ষ তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি দিক”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *