Sujata Mondal : নতুন সম্পর্কের ‘ইঙ্গিত’, সৌমিত্রর থেকে কত খোরপোশ দাবি সুজাতার? – sujata mondal says she is feeling free after being seprated from soumitra khan


West Bengal News: নাম না করে স্বামী সৌমিত্র খাঁকে নিয়ে ফের মুখ খুলনেন স্ত্রী সুজাতা মণ্ডল। শনিবার বাঁকুড়া জেলা আদালতে ব্যক্তিগত কাজে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এই তৃণমূলনেত্রী। সেখানে স্বামী তথা বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে নিয়ে মুখ খোলেন তিনি। তাঁর মতে, ‘তিনি আমার রাজনীতির পথপ্রদর্শক নন। একজন স্ত্রীর কর্তব্য হিসেবে তাঁকে প্রাণে বাঁচাতেই আমি রাজনীতিতে প্রবেশ করেছিলাম’। সুজাতা জানিয়েছে সৌমিত্রর নির্বাসনের কারণেই তিনি পথে নেমেছিলেন। এমনকী নিজের আগামী রাজনৈতিক জীবন নিয়ে মন্তব্য করেন সুজাতা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন সুজাতা বলেন, “আজকে নিজেকে অনেকটাই হালকা লাগছে। কোনও বিষাক্ত সম্পর্কে থেকে নিজেকে অপমানিত ও অত্যাচারিত হতে কার ভালো লাগে। আমার যা বয়স, অর্ধেকের বেশি জীবন এখনও বাকি রয়েছে। গোটা জীবন নষ্ট করার থেকে ভালোভাবে ও সুস্থভাবে বেঁচে থাকাটাই দরকার। অনেক মেয়েই এটা পারে না, আমি তাঁদের প্রতি সমব্যাথী। কিন্তু আমি বেরিয়ে আসতে পেরেছি।”

Shantanu Banerjee : ‘শান্তনু নির্দোষ… এত সম্পত্তির কথা জানতাম না’, মুখ খুললেন স্ত্রী প্রিয়াঙ্কা
তিনি নতুন করে কোনও সম্পর্কে জড়িয়েছেন? এই প্রশ্নেরও সাফ জবাব দিয়েছেন সুজাতা। তিনি বলেন, “নতুন কোনও সম্পর্কে জড়িয়েছি কিনা, সেটা সময় বলবে, ক্রমশ প্রকাশ্য। এমন যদি হয় তবে প্রথম থেকে শেষ অবধি আপনাদের সবাইকে পাশে থাকতে হবে। দেখা যাক সময় কোন দিকে নিয়ে যায়। যদি সেরকম ভালো কিছু আসে, যদি আমার মনে হয় জীবনে সেটল হওয়া দরকার তবে সেটাই নিশ্চয়ই হবে।” তিনি প্রচুর প্রেম প্রস্তাব পেয়েছেন বলেও জানিয়েছেন সুজাতা।

Kapil Sharma Net Worth : ৩০০ কোটির সম্পত্তি? মুখ খুললেন কপিল শর্মা
তাঁর মতে, “আবেগে গা ভাসালে চলবে না। জীবন অনেক কঠিন ও খারাপ শিক্ষা দিয়ে গিয়েছে। আবার খারাপ হোক, চাইব না। আগামী জীবন যেন সুন্দর হয় সেটাই চেষ্টা করব। জীবনে নতুন যদি কিছু হয়, লুকিয়ে রাখব না। আপনাদেকে নিশ্চয়ই জানাবো। কারণ তার মধ্যে কোন নোংরামি ও লাম্পট্য থাকবে না। আমি আগে যাঁর সঙ্গে ছিলাম তাঁকেও কোনও দিন ঠকাইনি। তিনিই আমাকে ঠকিয়েছেন।”

Recruitment Scam : CBI-র তলব, নিজাম প্যালেসে হাজির ‘কালীঘাটের কাকু’
সৌমিত্রর সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়েও মুখ খোলেন সুজাতা। তিনি বলেন, “আমি এখনও ডিগ্রি হাতে পাইনি। আমি তাঁর থেকে একটা পয়সাও দাবি করিনি। এমনকী আমি কোনও খোরপোশও দাবি করিনি। আমি নিঃশর্তে তাঁকে মুক্তি দিয়েছি এবং নিজেও মুক্তি পেয়েছি।” তিনি আরও বলেন, “স্ত্রী-র কর্তব্য পালনের জন্য রাজনীতিতে নেমেছিলাম। তিনি আমার পথপ্রদর্শক নন। এখনও আমি রাজনীতিতে রয়েছি, আগামী দিনেও থাকব।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *