আজ থেকে ব্যক্তিগত ফোনে দপ্তরের ঊর্ধ্বতন কর্তাদের ফোন না-ধরার অঙ্গীকার করেছেন ওই কর্মীরা। ব্যক্তিগত ফোনে তাঁরা কোনও আদেশও নেবেন না। সকাল সাড়ে দশটার আগে ও বিকেল সাড়ে চারটের পর সরকারি কর্তাদের কোনও নির্দেশও তাঁরা পালন করবেন না। দপ্তরের কর্তৃপক্ষের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও তাঁরা স্বেচ্ছায় বিদায় নিচ্ছেন।
ছুটির দিনে কোনও রকম সরকারি কাজ করতেও তাঁরা অস্বীকার করেছেন। মঞ্চ জানিয়েছে, এই একই পথে হাঁটবেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। উপরন্তু, তাঁরা বাংলা শিক্ষা পোর্টালের কোনও কাজ নিজেদের মোবাইল-কম্পিউটারে করবেন না, নিজেদের ডেটাও ব্যবহার করবেন না।