Bankura News : জনসংযোগে বেরিয়ে বিক্ষোভের মুখে BJP বিধায়ক, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে – trinamool congress workers agitation to bjp mla at bankura indus


West Bengal News : জনসংযোগে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বাঁকুড়ার ইন্দাসের BJP বিধায়ক নির্মল ধাড়া। এমনকি তাঁকে ‘গো-ব্যাক’ স্লোগানও শুনতে হল। রবিবার নিজের বিধানসভার আমরুল-শিলকরা এলাকায় বিক্ষোভের মুখে পড়েন তিনি। যদিও এই ঘটনায় শাসক তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন খোদ বিজেপি বিধায়ক। অভিযোগ অস্বীকার তৃণমূলের।

রবিবার BJP-র দলীয় কর্মসূচিতে ইন্দাসের আমরুল গ্রামে হাজির হন বিধায়ক নির্মল ধাড়া। BJP বিধায়কের দাবি, এদিন ইন্দাসের আমরুল রামকৃষ্ণ সেবাশ্রম থেকে শিলকরা গ্রামে দলের বুথ সভাপতির বাড়ির যাওয়ার পথে তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতির নেতৃত্বে কয়েক জন তাঁকে ঘিরে ধরে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দলের একাধিক কর্মীকে মারধর করেছে বলে তিনি দাবি করেন।

Cooch Behar News : BJP বিধায়ককে ‘গো ব্যাক’ স্লোগান, উত্তেজনা কোচবিহারে
BJP বিধায়কের এলাকা পরিদর্শনের কারণে তৃণমূলের জনসমর্থন করবে আশঙ্কা করেই তাঁর উপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে বলে দাবি বিধায়কের। ঘটনার পর উত্তেজনা ছড়ায় এলাকায়। ১০২ নম্বর শিলকরা বুথ BJP সভাপতি বাসুদেব মাঝির দাবি, “ঘটনার পর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়ি ঘিরে রেখেছে।”

এমনকি তাঁর ‘প্রাণহানি’র আশঙ্কা রয়েছে দাবি করে তাঁকে নিরাপত্তা দেওয়ার অনুরোধ জানান তিনি। অন্যদিকে, বিধায়ক নির্মল ধাড়া বলেন, “আমি এলাকায় পরিদর্শন করছি বলে ওঁদের গাত্র জ্বালা ধরেছে। আমি ঘুরছি বলে ওঁরা ভাবছে, ভোট অনেক কমে যাবে। তাই যেভাবেই হোক BJP বিধায়ককে হেনস্থা করো।”

Sukanta Majumdar : জিতেন্দ্রর গ্রেফতারি সম্পূর্ণ ‘রাজনৈতিক’, শালবনিতে তোপ সুকান্তর
BJP-র দুটো কর্মীকে মারধর করেছে বলে দাবি করেন তিনি। বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানান হবে বলে জানান BJP বিধায়ক। তবে তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

BJP বিধায়কের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদ বলেন, “ভোট শেষে BJP বিধায়ককে এলাকায় দেখা যায়নি। ভোট আসছে, উনি আবার বেরিয়েছেন। গ্রামের মানুষ সম্মিলীতভাবে বিক্ষোভ দেখিয়েছেন।” এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয় বলে তিনি দাবি করেন।

Bankura BJP : ‘তোলাবাজরা এলে ঝাঁটাপেটা করে তাড়িয়ে দিন…’, নিদান বাঁকুড়ার বিজেপি বিধায়কের
প্রসঙ্গত, গত চলতি মাস থেকেই জেলায় জেলায় বুথ সশক্তিকরণ কর্মসূচি শুরু করেছে গেরুয়া শিবির। বিধানসভা ও লোকসভা কেন্দ্র অনুযায়ী গ্রামে গ্রামে বুথ স্তরে শক্তি বৃদ্ধিতে পরিদর্শনে যাচ্ছেন শীর্ষ নেতৃত্ব। চলতি মাস থেকেই পঞ্চায়েতে নিজেদের নিচু তলার শক্তি পরীক্ষা করে নিতে চাইছে বঙ্গ BJP। দলীয় কর্মসূচিতে যাওয়ার পরেই এদিন বিধায়ককে হেনস্থার শিকার হতে হয় বলে দাবি BJP-র।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *