Cattle Smuggling : রাতের অন্ধকারে গোরু চুরির চেষ্টা, সোনারপুরে ধৃত ৪ – narendrapur police arrest four person for cattle smuggling


West Bengal News : গোরু চুরির (Cattle Smuggling) তদন্তে নেমে চারজনকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ (Narendrapur Police Station)। সোনারপুরের (Sonarpur) রাঘবপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার রাতে তারা গোরু চুরির উদ্দেশ্যে এক জায়গায় জড়ো হয়েছিল। গোপন সূত্র মারফত খবর পেয়ে তাদেরকে সোনারপুরের রাঘবপুর থেকে গ্রেফতার করা হয়।

ধৃতেরা হল আব্বাস আলি মন্ডল, সেলিম মন্ডল, রফিক শেখ, মঞ্জারুল বিশ্বাস। এদের মধ্যে মঞ্জারুল মুর্শিদাবাদের বাসিন্দা। আব্বাসের বাড়ি সোনারপুর, সেলিমের বাড়ি জুলপিয়া ও রফিকের বাড়ি ফলতা এলাকায়।

Coal Smuggling Case : কয়লা পাচারে প্রোটেকশন মানি! সিউড়ি থানার ওসিকে তলব CBI-র
পুলিশ সুত্রে জানা গিয়েছে, যাতে কারোর সন্দেহ না হয় তাই এরা SUV গাড়ির পিছন দিকের সীট খুলে দিত গোরু রাখার জন্য। আগে দিনের বেলা রেইকি করত কোথায় কোথায় গোয়াল ঘর আছে। তারপর গভীর রাত হলে গোয়ালঘরের তালা ভেঙে গোরু নিয়ে চম্পট দিত।

গোরু যাতে কোনও শব্দ করতে না পারে তার জন্য প্লাস্টিক দিয়ে গরুর মুখ বেঁধে দেওয়া। চুরি করা গোরু কষাই খানাতে ৩০ হাজার টাকা থেকে শুরু করে নানান দামে বিক্রি করে দিত। ধৃত চারজনকে জিজ্ঞাসাবাদ করে আপাতত এই তথ্য পেয়েছে পুলিশ।

Kolkata Police : কলকাতা পুলিশের জালে কুখ্যাত দুষ্কৃতী গুলফাম, রয়েছে একাধিক মামলা
বৃহস্পতিবার রাতে সোনারপুরে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে যে যে তিনটি গোরু উদ্ধার করা হয় সেগুলি নরেন্দ্রপুর থানা এলাকার গঙ্গাজোয়ারা এলাকা থেকে চুরি করা হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ। চুরি যাওয়া গোরুর মালিকরা নরেন্দ্রপুর থানায় গোরু চুরির অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আজ বারুইপুর আদালতে পেশ করা হলে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।

বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান জানান “বেশ কিছুদিন ধরেই আমাদের কাছে নরেন্দ্রপুর সোনারপুর এলাকা থেকে পরপর গোরু চুরির অভিযোগ আসছিল। সেই মতন তদন্ত দল গঠন করে তদন্ত শুরু করা হয়। তারপর গতকাল রাতে গোপন সূত্র মারফত খবর পাওয়া যায় যে সোনারপুর এলাকায় চারজন লোক গোরু চুরির উদ্দেশ্যে জড়ো হয়েছে। সেই সময়েই ওই চারজন হাতে নাতে গ্রেফতার করা হয়। এই ঘটনার তদন্ত করা হচ্ছে।”

Cattle Smuggling Case: ইনোভা গাড়িতে বোঝাই গোরু! দেখেই ধাওয়া পুলিশের, তারপর…
ধৃতদের নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই এলাকা ছাড়াও আর কোথায় কোথায় এই দলটি গোরু চুরির সঙ্গে যুক্ত ছিল, সেই বিষয়েও জানার চেষ্টা চলছে। এই দলের সঙ্গে আর কার কার যুক্ত, তাঁদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *